সম্প্রতি বাউল সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আটকের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানান তার প্রেসসচিব শফিকুল আলম।
প্রেসসচিব বলেন, “যারা বাউলদের ওপর হামলা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ দ্রুতগতিতে কাজ করছে।” তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে বিশেষ আলোচনা হয়।
এসময় রোহিঙ্গা সংকট নিয়ে কঠোর সমালোচনা করেন প্রেসসচিব। তার দাবি, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে ইস্যুটি গুরুত্ব হারিয়ে ফেলেছিল।
তিনি বলেন, “সমাধানের বদলে শেখ হাসিনা নিজেকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে উপস্থাপনে বেশি ব্যস্ত ছিলেন। এতে বাস্তব অগ্রগতি হয়নি, বরং আন্তর্জাতিক মহলের নজর থেকে সংকট সরতে থাকে।”
শফিকুল আলম জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়ে রোহিঙ্গা সংকটকে আবারও আন্তর্জাতিক অগ্রাধিকারের তালিকায় তুলে ধরেছে।
রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা ঈদের সময় সম্ভাবনার কথা বললেও কূটনৈতিক প্রক্রিয়ার কারণে সময় লাগবে বলে মন্তব্য করেন প্রেসসচিব। “আজই ফল পাওয়া যাবে না, তবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে,” বলেন তিনি।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে অননুমোদিত ভবন শনাক্ত হওয়া এবং তদারকির ঘাটতি নিয়েও বক্তব্য দেন তিনি।
প্রেসসচিব বলেন, “তদারকি ব্যবস্থার দুর্বলতাই অননুমোদিত স্থাপনার বিস্তার ঘটিয়েছে। প্রধান উপদেষ্টা স্পষ্ট নির্দেশ দিয়েছেন—অনুমোদন ছাড়া কোথাও কোনো ভবন নির্মাণ করা যাবে না।”




















