ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে বন্ধুকে কুপিয়ে হত্যার পর রক্তমাখা কুড়াল হাতে নিয়েই থানায় আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত অনিক মণ্ডল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মুনতাসীর ফাহিম ত্রিশাল পৌরশহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা রেজাউল ইসলাম বাদলের ছেলে। মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করা ফাহিম চার মাস ছুটিতে বাংলাদেশে ছিলেন এবং ডিসেম্বরের ২৫ তারিখ ক্লাস শুরুর আগে মালয়েশিয়া ফেরার কথা ছিল।
অভিযুক্ত অনিক মণ্ডল একই এলাকার জহিরুল মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, ফাহিম ও অনিকের মধ্যে ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। তবে কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ।























