ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাউল শিল্পীদের ওপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ‘সম্প্রীতি যাত্রা’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

কারাবন্দি বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি ও মানিকগঞ্জসহ সারা দেশে বাউল শিল্পীদের ওপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ‘সম্প্রীতি যাত্রা’ নামের একটি নাগরিক প্ল্যাটফর্ম।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মশাল মিছিলটি শুরু হয়ে শেষ হয় ৭টার দিকে।

মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে রাজু ভাস্কর্যের দিকে গিয়ে শেষ হয়।

এর আগে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ‘গানের আর্তনাদ’ শীর্ষক প্রতিবাদী গানের অনুষ্ঠানের আয়োজন করে ‘সম্প্রীতি যাত্রা’। বিকাল সাড়ে ৪টার দিকে সেই অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

আয়োজকদের দাবি, ‘কনসার্ট ফর ঢাকার’ অনুষ্ঠান থেকে কিছু ‘স্বেচ্ছাসেবক’ জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এই হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।

হামলার পর ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠান আয়োজকদের একজন মার্জিয়া প্রভা বলেন, ‘বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত গানের আর্তনাদ কর্মসূচিতে জুলাই মঞ্চ মব হামলা করে। তারা প্রথমে এসে মাইকে চিৎকার দিয়ে বলা শুরু করে আবুল সরকারের নাম মুছে দিতে হবে। আমাদের ব্যাকড্রপ ভেঙে দিয়েছে। আমাদের বন্ধুরা শক্তভাবে এই মব প্রতিহত করেছে।’

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা

বাউল শিল্পীদের ওপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ‘সম্প্রীতি যাত্রা’

আপডেট সময় ১০:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

কারাবন্দি বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি ও মানিকগঞ্জসহ সারা দেশে বাউল শিল্পীদের ওপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ‘সম্প্রীতি যাত্রা’ নামের একটি নাগরিক প্ল্যাটফর্ম।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মশাল মিছিলটি শুরু হয়ে শেষ হয় ৭টার দিকে।

মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে রাজু ভাস্কর্যের দিকে গিয়ে শেষ হয়।

এর আগে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ‘গানের আর্তনাদ’ শীর্ষক প্রতিবাদী গানের অনুষ্ঠানের আয়োজন করে ‘সম্প্রীতি যাত্রা’। বিকাল সাড়ে ৪টার দিকে সেই অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

আয়োজকদের দাবি, ‘কনসার্ট ফর ঢাকার’ অনুষ্ঠান থেকে কিছু ‘স্বেচ্ছাসেবক’ জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এই হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।

হামলার পর ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠান আয়োজকদের একজন মার্জিয়া প্রভা বলেন, ‘বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত গানের আর্তনাদ কর্মসূচিতে জুলাই মঞ্চ মব হামলা করে। তারা প্রথমে এসে মাইকে চিৎকার দিয়ে বলা শুরু করে আবুল সরকারের নাম মুছে দিতে হবে। আমাদের ব্যাকড্রপ ভেঙে দিয়েছে। আমাদের বন্ধুরা শক্তভাবে এই মব প্রতিহত করেছে।’