ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক বাস্তব–অবাস্তব মিশ্র কনটেন্ট তৈরি করে তিনি এলাকার মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। কিন্তু আগুনকে কেন্দ্র করে কনটেন্ট বানাতে গিয়ে সেই আগুনেই তিনি মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। বর্তমানে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে তিনি চিকিৎসাধীন।
গত শুক্রবার সকালে উপজেলার দাড়িয়াপুর ইটখলার মোড় এলাকায় কৃত্রিম চৌবাচ্চায় নির্মিত একটি মাচায় দাঁড়িয়ে “আগুন পোহাতে পোহাতে গোসল” করার দৃশ্য ধারণ করছিলেন আল-আমিন। সহকারীদের বরাতে জানা যায়, চৌবাচ্চার পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালানো হয়। কিন্তু নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পেট্রল পড়ায় আগুন মুহূর্তেই অস্বাভাবিক উচ্চতায় উঠে যায়। তীব্র তাপে আল-আমিনের শরীরে আগুন ধরে যায়।
দগ্ধতার মাত্রা ৩৫ থেকে ৪০ শতাংশ বলে জানিয়েছেন তার সহকারীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।






















