ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অমুসলিমের মৃত্যুতে কি ইন্না লিল্লাহ পড়া যাবে?

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

সাধারণত কোনো মুসলিম মারা গেলে আমরা ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়ি। এর অর্থ: ‘নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে’। (বিন বায, ফতোয়া নুরুন আলাদ-দারব ৩৭৫ পৃষ্ঠা: ১৪/৩৬৪-৬৫)। এখন প্রশ্ন হলো: অমুসলিমের মৃত্যুতেও ‘ইন্না লিল্লাহ’ বলা যাবে?

 

 

ইসলামে আছে, কোনো অমুসলিমের মৃত্যুতেও ইন্না লিল্লাহ বলতে কোনো অসুবিধা নেই। কেননা, প্রত্যেকেই আল্লাহর নিকট ফিরতে হবে। এ ছাড়া কোনো অমুসলিম প্রতিবেশী মারা গেলে তার জন্য ইসলামে সমবেদনা প্রকাশ করারও অবকাশ আছে। এ ক্ষেত্রে তার পরিবারের অন্যদের সান্ত্বনা দেয়া বা তাদের সহযোগিতা করা যাবে। (তাফসিরে রুহুল মাআনি: ২/২৩ তাফসিরে কুরতুবি: ২/১১৯ ও ১৮/৪০; আহকামুল কোরআন: ৫/৪৫ মুসান্নাফ ইবনে আবি শায়বা: ১৩/৫৬৫ ও ৭/৩৭৮; মুসান্নাফ আবদুর রাজজাক)

 

তবে অমুসলিমের মৃত্যুতে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। মুসলিম উম্মাহর কোনো ফকিহ বা আলেমের এ বিষয়ে ভিন্নমত নেই। (আলমাজমু: ৫/১২০)

সহিহ বুখারির বর্ণনায় এসেছে, ‘মহানবী (স.)-এর পাশ দিয়ে একটি লাশ নেয়া হয়েছিল। তখন তিনি দাঁড়িয়ে গেলেন। তাকে বলা হলো, এটা তো এক ইহুদির লাশ। তখন তিনি বলেন, ‘তা কি প্রাণ নয়?’ (বুখারি: ১২৫০)

উল্লেখ্য, ইন্না লিল্লাহি… শুধু মৃত্যুর খবরে নয়, যেকোনো বিপদ-মসিবতেও পড়া যায়। এটি আল্লাহ তাআলাকে স্মরণ করারও বড় মাধ্যম। পবিত্র কোরআনেই এর উল্লেখ রয়েছে। (সুরা বাকা

রা: ১৫৬)

 

জনপ্রিয় সংবাদ

মুন্সির আসনে আ.লীগের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদানে সমালোচনার ঝড়

অমুসলিমের মৃত্যুতে কি ইন্না লিল্লাহ পড়া যাবে?

আপডেট সময় ১২:৪১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

সাধারণত কোনো মুসলিম মারা গেলে আমরা ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়ি। এর অর্থ: ‘নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে’। (বিন বায, ফতোয়া নুরুন আলাদ-দারব ৩৭৫ পৃষ্ঠা: ১৪/৩৬৪-৬৫)। এখন প্রশ্ন হলো: অমুসলিমের মৃত্যুতেও ‘ইন্না লিল্লাহ’ বলা যাবে?

 

 

ইসলামে আছে, কোনো অমুসলিমের মৃত্যুতেও ইন্না লিল্লাহ বলতে কোনো অসুবিধা নেই। কেননা, প্রত্যেকেই আল্লাহর নিকট ফিরতে হবে। এ ছাড়া কোনো অমুসলিম প্রতিবেশী মারা গেলে তার জন্য ইসলামে সমবেদনা প্রকাশ করারও অবকাশ আছে। এ ক্ষেত্রে তার পরিবারের অন্যদের সান্ত্বনা দেয়া বা তাদের সহযোগিতা করা যাবে। (তাফসিরে রুহুল মাআনি: ২/২৩ তাফসিরে কুরতুবি: ২/১১৯ ও ১৮/৪০; আহকামুল কোরআন: ৫/৪৫ মুসান্নাফ ইবনে আবি শায়বা: ১৩/৫৬৫ ও ৭/৩৭৮; মুসান্নাফ আবদুর রাজজাক)

 

তবে অমুসলিমের মৃত্যুতে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। মুসলিম উম্মাহর কোনো ফকিহ বা আলেমের এ বিষয়ে ভিন্নমত নেই। (আলমাজমু: ৫/১২০)

সহিহ বুখারির বর্ণনায় এসেছে, ‘মহানবী (স.)-এর পাশ দিয়ে একটি লাশ নেয়া হয়েছিল। তখন তিনি দাঁড়িয়ে গেলেন। তাকে বলা হলো, এটা তো এক ইহুদির লাশ। তখন তিনি বলেন, ‘তা কি প্রাণ নয়?’ (বুখারি: ১২৫০)

উল্লেখ্য, ইন্না লিল্লাহি… শুধু মৃত্যুর খবরে নয়, যেকোনো বিপদ-মসিবতেও পড়া যায়। এটি আল্লাহ তাআলাকে স্মরণ করারও বড় মাধ্যম। পবিত্র কোরআনেই এর উল্লেখ রয়েছে। (সুরা বাকা

রা: ১৫৬)