ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে ইন্দোনেশিয়া

এবার শর্তসাপেক্ষে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটি বলেছে, তেল আবিব যদি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে ইসরাইলকে স্বীকৃতি দিতে এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক।

বুধবার (২৮ মে) জাকার্তায় সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক বৈঠকে ইসরাইলের সঙ্গে শর্তসাপেক্ষে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কথা বলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি আরও বলেন, তার প্রত্যাশা, ফিলিস্তিনের স্বাধীনতা ও রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ব্যাপারে ফ্রান্স যে সিদ্ধান্ত নিয়েছে তা অব্যাহত রাখবে।

এক সংবাদ সম্মেলনে সুবিয়ান্তো বলেন, দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতাই প্রকৃত শান্তি অর্জনের একমাত্র উপায়। আমাদের অবশ্যই একটি সার্বভৌম দেশ হিসেবে ইসরাইলের অধিকার স্বীকার করতে হবে এবং এর নিশ্চয়তা দিতে হবে, যার প্রতি মনোযোগ দিতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অধিকাংশ মুসলিম দেশের মতো ইন্দোনেশিয়ারও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। সুবিয়ান্তো বলেন,‘ইন্দোনেশিয়া স্পষ্ট করে জানিয়েছে, ইসরাইল ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইন্দোনেশিয়া ইসরাইলকে স্বীকৃতি দিতে প্রস্তুত।’ইসরাইল রাষ্ট্রের সাথে ইন্দোনেশিয়া বরাবরই উন্মুক্ত কূটনৈতিক সম্পর্ক এড়িয়ে আসছে। পূর্ববর্তী প্রেসিডেন্ট জোকো উইদোদোর সরকার ইসরাইলের সাথে সীমিত যোগাযোগ বজায় রেখেছিল। তবে তা প্রধানত বাণিজ্যের ক্ষেত্রে।

এদিকে গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনের জেরে ইসরাইলের বিরুদ্ধে ইন্দোনেশিয়াকে কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে। গত বছরের শুরুর দিকে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশটির সরকার। তথ্যসূত্র: রয়টার্স ও টাইমস অব ইসরাইল

জনপ্রিয় সংবাদ

গাজায় আকাশপথে খাদ্য ও ওষুধ ফেলবে ফ্রান্স, স্থলপথ খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে ইন্দোনেশিয়া

আপডেট সময় ০২:২৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

এবার শর্তসাপেক্ষে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটি বলেছে, তেল আবিব যদি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে ইসরাইলকে স্বীকৃতি দিতে এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক।

বুধবার (২৮ মে) জাকার্তায় সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক বৈঠকে ইসরাইলের সঙ্গে শর্তসাপেক্ষে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কথা বলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি আরও বলেন, তার প্রত্যাশা, ফিলিস্তিনের স্বাধীনতা ও রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ব্যাপারে ফ্রান্স যে সিদ্ধান্ত নিয়েছে তা অব্যাহত রাখবে।

এক সংবাদ সম্মেলনে সুবিয়ান্তো বলেন, দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতাই প্রকৃত শান্তি অর্জনের একমাত্র উপায়। আমাদের অবশ্যই একটি সার্বভৌম দেশ হিসেবে ইসরাইলের অধিকার স্বীকার করতে হবে এবং এর নিশ্চয়তা দিতে হবে, যার প্রতি মনোযোগ দিতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অধিকাংশ মুসলিম দেশের মতো ইন্দোনেশিয়ারও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। সুবিয়ান্তো বলেন,‘ইন্দোনেশিয়া স্পষ্ট করে জানিয়েছে, ইসরাইল ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইন্দোনেশিয়া ইসরাইলকে স্বীকৃতি দিতে প্রস্তুত।’ইসরাইল রাষ্ট্রের সাথে ইন্দোনেশিয়া বরাবরই উন্মুক্ত কূটনৈতিক সম্পর্ক এড়িয়ে আসছে। পূর্ববর্তী প্রেসিডেন্ট জোকো উইদোদোর সরকার ইসরাইলের সাথে সীমিত যোগাযোগ বজায় রেখেছিল। তবে তা প্রধানত বাণিজ্যের ক্ষেত্রে।

এদিকে গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনের জেরে ইসরাইলের বিরুদ্ধে ইন্দোনেশিয়াকে কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে। গত বছরের শুরুর দিকে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশটির সরকার। তথ্যসূত্র: রয়টার্স ও টাইমস অব ইসরাইল