ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘আর কতবার ক্ষমা চাইব?’—লন্ডনে সাংবাদিকের প্রশ্নে বিরক্ত জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

“আর কতবার আমার কাছে ক্ষমা দাবি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে বহুবার বলেছি”—এভাবেই সাংবাদিকের প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনে একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

বৈঠককালে ‘পলিটিকা টিভি’র এডিটর ইন-চিফ ও একাত্তর টেলিভিশনের সাবেক বিশেষ প্রতিনিধি তানভীর আহমেদ জামায়াত আমিরকে প্রশ্ন করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছেন। পাশাপাশি বিজয় দিবসের র‌্যালিতে ডা. শফিকুর রহমান নিজেও জুলুমের কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনার প্রসঙ্গ তুলেছেন—তাহলে আসলে কোন জুলুমের জন্য জামায়াত ক্ষমা চেয়েছে?

এর জবাবে সাংবাদিকের পরিচয় জানতে চান জামায়াত আমির। পরিচয় জানার পর ডা. শফিকুর রহমান বলেন,
“আমি মনে করি আপনি একজন ম্যাচিউর পলিটিশিয়ান অথবা পলিটিশিয়ান মেকার। কিন্তু আপনি আমার পুরো বক্তব্য শোনেননি, কাটপিস শুনেছেন।”

বক্তব্য বিকৃত করে প্রচারকারীদের ‘ইয়েলো জার্নালিস্ট’ আখ্যা দিয়ে তিনি বলেন,
“আমি মাফ চাইনি। ১৯৯৬ সালে শেখ হাসিনার হাত জোড় করে মাফ চাওয়ার একটি কাহিনীকে টুইস্ট করে আমার ওপর চাপানো হয়েছে। যারা ইচ্ছাকৃতভাবে ড্যামেজ করেছে, তারা পরে গোপনে আমাদের কাছে মাফ চেয়েছে। ওপেনে ড্যামেজ, গোপনে মাফ—এই জায়গা থেকে বের হতে হবে।”

পাল্টা প্রশ্নে সাংবাদিক তানভীর আহমেদ জানতে চান, একাত্তরের ভূমিকার জন্য জামায়াত প্রকাশ্যে ক্ষমা চাইবে কি না। এ সময় ডা. শফিকুর রহমান বলেন,
“আর কতবার আমার কাছে এটা দাবি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে শতবার বলেছি। ২ হাজারবার বললে খুশি হবেন?”

এর জবাবে সাংবাদিক বলেন, “আবার বলুন, আমরা একটু শুনি।”
তখন জামায়াত আমির বলেন,
“দরকার নাই আমার। একই কথা বারবার বলব কেন? বহুবার বলেছি। যদি একবার বলায় না হয়, ১০ হাজারবার বলায়ও হবে না।”

জনপ্রিয় সংবাদ

হাদিকে গুলি করে হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

‘আর কতবার ক্ষমা চাইব?’—লন্ডনে সাংবাদিকের প্রশ্নে বিরক্ত জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৯:১৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

“আর কতবার আমার কাছে ক্ষমা দাবি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে বহুবার বলেছি”—এভাবেই সাংবাদিকের প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনে একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

বৈঠককালে ‘পলিটিকা টিভি’র এডিটর ইন-চিফ ও একাত্তর টেলিভিশনের সাবেক বিশেষ প্রতিনিধি তানভীর আহমেদ জামায়াত আমিরকে প্রশ্ন করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছেন। পাশাপাশি বিজয় দিবসের র‌্যালিতে ডা. শফিকুর রহমান নিজেও জুলুমের কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনার প্রসঙ্গ তুলেছেন—তাহলে আসলে কোন জুলুমের জন্য জামায়াত ক্ষমা চেয়েছে?

এর জবাবে সাংবাদিকের পরিচয় জানতে চান জামায়াত আমির। পরিচয় জানার পর ডা. শফিকুর রহমান বলেন,
“আমি মনে করি আপনি একজন ম্যাচিউর পলিটিশিয়ান অথবা পলিটিশিয়ান মেকার। কিন্তু আপনি আমার পুরো বক্তব্য শোনেননি, কাটপিস শুনেছেন।”

বক্তব্য বিকৃত করে প্রচারকারীদের ‘ইয়েলো জার্নালিস্ট’ আখ্যা দিয়ে তিনি বলেন,
“আমি মাফ চাইনি। ১৯৯৬ সালে শেখ হাসিনার হাত জোড় করে মাফ চাওয়ার একটি কাহিনীকে টুইস্ট করে আমার ওপর চাপানো হয়েছে। যারা ইচ্ছাকৃতভাবে ড্যামেজ করেছে, তারা পরে গোপনে আমাদের কাছে মাফ চেয়েছে। ওপেনে ড্যামেজ, গোপনে মাফ—এই জায়গা থেকে বের হতে হবে।”

পাল্টা প্রশ্নে সাংবাদিক তানভীর আহমেদ জানতে চান, একাত্তরের ভূমিকার জন্য জামায়াত প্রকাশ্যে ক্ষমা চাইবে কি না। এ সময় ডা. শফিকুর রহমান বলেন,
“আর কতবার আমার কাছে এটা দাবি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে শতবার বলেছি। ২ হাজারবার বললে খুশি হবেন?”

এর জবাবে সাংবাদিক বলেন, “আবার বলুন, আমরা একটু শুনি।”
তখন জামায়াত আমির বলেন,
“দরকার নাই আমার। একই কথা বারবার বলব কেন? বহুবার বলেছি। যদি একবার বলায় না হয়, ১০ হাজারবার বলায়ও হবে না।”