ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র শিবির তার পুরোনো রূপে ফিরে এসেছে” — রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়ন সভাপতির প্রতিবাদ সমাবেশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেছেন, “ছাত্র শিবির তার পুরাতন রূপে ফিরে এসেছে।” রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে ছাত্র শিবিরের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (৩০ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে শিবিরের হামলা এবং যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামের খালাসের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ উদ্যোগে আয়োজিত হয়।

মাহির বলেন, “অনেকে বলেন, ছাত্র শিবির ও জামায়াত নাকি গত ১৫ বছর ধরে নিপীড়িত ছিল। অথচ এস এম ফরহাদ ও সাদিক কাইয়ুম তো নিপীড়িত ছিলেন না, তারা ছাত্রলীগের নেতা ছিলেন। তারা সবসময় ক্ষমতার আশপাশে থাকার চেষ্টা করেছেন।”

তিনি বলেন, “মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল। সেই যুদ্ধে জামায়াত জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আজও তাদের বিচার হয়নি। ২০১৩ সালে আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে আঁতাত করেছিল। আমরা শাহবাগে দাঁড়িয়ে আন্দোলন করেছিলাম, অথচ তখন আওয়ামী লীগ রাজনৈতিক কার্ড খেলেছিল।”

এটিএম আজহারুল ইসলামের খালাস প্রসঙ্গে মাহির শাহরিয়ার রেজা বলেন, “তাকে বিশেষ আইনের আওতায় রিভিউ শুনানি দেওয়া হয়েছে, অথচ এর কোন নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। পরে আইন উপদেষ্টা এটিকে জনগণের বিজয় বলে উল্লেখ করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আজ পর্যন্ত জামায়াতে ইসলামী তাদের যুদ্ধবিরোধী কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়নি। বরং তাদের আমীর সম্প্রতি বলেছেন, গত ৫৪ বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয়নি— অথচ তারাই তো সেই যুদ্ধকে মানেনি, বিরোধিতা করেছিল।”

সমাবেশের শেষ দিকে তিনি অনতিবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে ছাত্র শিবিরের হামলার বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি এটিএম আজহারুল ইসলামের পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশের আহ্বান জানান।

আরও পড়ুন: ছাত্র ইউনিয়ন নেতার বিরুদ্ধে থানায় জিডি করলেন আবরার ফাইয়াজ

জনপ্রিয় সংবাদ

এই সরকার আবরার ফাহাদের হত্যার রায় কার্যকর করতে পারলো না: আবরার ফাইয়াজ

ছাত্র শিবির তার পুরোনো রূপে ফিরে এসেছে” — রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়ন সভাপতির প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৭:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেছেন, “ছাত্র শিবির তার পুরাতন রূপে ফিরে এসেছে।” রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে ছাত্র শিবিরের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (৩০ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে শিবিরের হামলা এবং যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামের খালাসের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ উদ্যোগে আয়োজিত হয়।

মাহির বলেন, “অনেকে বলেন, ছাত্র শিবির ও জামায়াত নাকি গত ১৫ বছর ধরে নিপীড়িত ছিল। অথচ এস এম ফরহাদ ও সাদিক কাইয়ুম তো নিপীড়িত ছিলেন না, তারা ছাত্রলীগের নেতা ছিলেন। তারা সবসময় ক্ষমতার আশপাশে থাকার চেষ্টা করেছেন।”

তিনি বলেন, “মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল। সেই যুদ্ধে জামায়াত জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আজও তাদের বিচার হয়নি। ২০১৩ সালে আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে আঁতাত করেছিল। আমরা শাহবাগে দাঁড়িয়ে আন্দোলন করেছিলাম, অথচ তখন আওয়ামী লীগ রাজনৈতিক কার্ড খেলেছিল।”

এটিএম আজহারুল ইসলামের খালাস প্রসঙ্গে মাহির শাহরিয়ার রেজা বলেন, “তাকে বিশেষ আইনের আওতায় রিভিউ শুনানি দেওয়া হয়েছে, অথচ এর কোন নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। পরে আইন উপদেষ্টা এটিকে জনগণের বিজয় বলে উল্লেখ করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আজ পর্যন্ত জামায়াতে ইসলামী তাদের যুদ্ধবিরোধী কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়নি। বরং তাদের আমীর সম্প্রতি বলেছেন, গত ৫৪ বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয়নি— অথচ তারাই তো সেই যুদ্ধকে মানেনি, বিরোধিতা করেছিল।”

সমাবেশের শেষ দিকে তিনি অনতিবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে ছাত্র শিবিরের হামলার বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি এটিএম আজহারুল ইসলামের পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশের আহ্বান জানান।

আরও পড়ুন: ছাত্র ইউনিয়ন নেতার বিরুদ্ধে থানায় জিডি করলেন আবরার ফাইয়াজ