১১ মাসে মাত্র ২৫ দিন ক্লাসে উপস্থিত থাকার কারণে পরীক্ষার অযোগ্য ঘোষণা করায় এক মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর পিতার বিরুদ্ধে। এ ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া দরগা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষক হাবিবুর রহমান কালীগঞ্জ শোয়াইবনগর কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
হাবিবুর রহমান জানান, মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র আল সিয়াম গত ১১ মাসে মাত্র ২৫ দিন ক্লাসে উপস্থিত ছিল। নিয়মিত অনুপস্থিতি ও পড়াশোনার অপ্রতুলতার কারণে তাকে পরীক্ষার উপযুক্ত নয় বলে জানানো হলে শিক্ষার্থীর পিতা শাহাজান ক্ষুব্ধ হয়ে ওঠেন।
তিনি আরও জানান, শনিবার রাতে আড়পাড়া দরগা মোড় দিয়ে যাওয়ার সময় জরুরি কথা আছে বলে পথ রোধ করেন শাহাজান। কথা বলার একপর্যায়ে হঠাৎ হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
শোয়াইবনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা বলেন, “সিয়াম নিয়মিত ক্লাস করে না এবং তার পড়াশোনার মান সন্তোষজনক নয়। একজন শিক্ষার্থী পরীক্ষার উপযুক্ত না হলে তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া যায় না। কিন্তু বিষয়টি তার পরিবার মেনে নিতে পারেনি। এর জেরেই এই ন্যাক্কারজনক হামলা।”
মাদ্রাসা সূত্র জানায়, অভিযুক্ত শাহাজান এর আগেও সহকারী শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ করেছিলেন, যা পুলিশি তদন্তে অসত্য প্রমাণিত হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, ঘটনার পর থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত
১১ মাসে ক্লাসে উপস্থিত ২৫ দিন: পরীক্ষার অযোগ্য বলায় শিক্ষককে হাতুড়িপেটা
-
ডেস্ক রিপোর্টঃ - আপডেট সময় ১১:১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- ৫২০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ

























