ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৪ আসনে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমধর্মী রাজনৈতিক চাঞ্চল্য। একই পরিবারের দুই সহোদর ভিন্ন দুই বড় রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করায় স্থানীয় রাজনীতিতে আলোচনা তুঙ্গে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রাপ্ত আলহাজ আজিজুর রহমান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে সোমবার (২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে তার ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
দুই ভাইয়ের এই সরাসরি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ঐতিহ্যগতভাবে বিএনপি-জামায়াতের শক্ত ভোটব্যাংক হিসেবে পরিচিত কুড়িগ্রাম-৪ আসনে নতুন সমীকরণ তৈরি করেছে। পারিবারিক বিভক্তি ভোটের মাঠে কী প্রভাব ফেলবে—তা নিয়ে চলছে নানা আলোচনা।
মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপির প্রার্থী আলহাজ আজিজুর রহমান সাংবাদিকদের বলেন,
“আমি ১৯৯১ সালেই নির্বাচন করেছি। নির্বাচন করার অভিজ্ঞতা আমার আছে। ছোট ভাইকে আমি কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখি না। সে আমার ভাই হলেও বিমাতা।”
তিনি আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতাকর্মীদের ব্যাপক উদ্দীপনা তাকে আত্মবিশ্বাসী করেছে। “আমি একাধিক মেয়াদে চেয়ারম্যান ছিলাম। জামায়াতে ইসলামী আমার ভাইকে প্রার্থী করে কোনো সুবিধা নিতে পারবে না। আমি জিতব,”—এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,
“আমার ভাই বিএনপির প্রার্থী—এতে ভোটের কোনো প্রভাব পড়বে না। আমাদের মধ্যে পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই। তবে রাজনৈতিক মাঠে কোনো ছাড় নেই। রাজনৈতিকভাবেই মোকাবেলা করে আমি জয়ী হব।”
স্থানীয়দের মতে, একই পরিবারের দুই প্রার্থীর কারণে ভোটের মাঠে বিএনপি-জামায়াত ঘরানার ভোটে বিভাজন সৃষ্টি হতে পারে। ফলে শেষ পর্যন্ত যে দলের ভোটসংখ্যা বেশি হবে, জয় যাবে তাদের ঘরেই—এমনটাই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে কুড়িগ্রাম-৪ আসনে আরও মনোনয়নপত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজুর রহমান, জাতীয় পার্টির ফজলুল হক মণ্ডল, বাসদের খালেকুজ্জামান এবং বাসদ (মার্ক্সবাদী) থেকে রাজু আহমেদ। বহুমুখী প্রার্থীর উপস্থিতিতে এই আসনের নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন





















