ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবো: আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করবার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। যাতে বাংলাদেশ এগিয়ে যায়।

 

সোমবার ( ২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই আন্দোলনকারী, আহত ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি সুযোগ আসন্ন নির্বাচন। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপিতে আজ আমি যোগদান করলাম। তবে আসন্ন নির্বাচনে আমি অংশগ্রহণ করবো না। নির্বাচনে ২ ব্যালটে ভোট হবে। সরকার থাকবে ৫ বছর।’

এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে। তবে তিনি নির্বাচনে এবার অংশগ্রহণ করবেন না। অংশগ্রহণকারীদের জন্য নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করবেন।

নাহিদ আরও বলেন. আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। তবে এখনও পর্যন্ত ৪৭ টি আসনে প্রার্থীর মনোনয়ন দিয়েছি। বাতিল হতে পারে ভেবে কিছুটা বাড়িয়েই দিয়েছি।

জনপ্রিয় সংবাদ

দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন জামায়াত আমির

গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবো: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৮:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করবার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। যাতে বাংলাদেশ এগিয়ে যায়।

 

সোমবার ( ২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই আন্দোলনকারী, আহত ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি সুযোগ আসন্ন নির্বাচন। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপিতে আজ আমি যোগদান করলাম। তবে আসন্ন নির্বাচনে আমি অংশগ্রহণ করবো না। নির্বাচনে ২ ব্যালটে ভোট হবে। সরকার থাকবে ৫ বছর।’

এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে। তবে তিনি নির্বাচনে এবার অংশগ্রহণ করবেন না। অংশগ্রহণকারীদের জন্য নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করবেন।

নাহিদ আরও বলেন. আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। তবে এখনও পর্যন্ত ৪৭ টি আসনে প্রার্থীর মনোনয়ন দিয়েছি। বাতিল হতে পারে ভেবে কিছুটা বাড়িয়েই দিয়েছি।