ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল-আশুগঞ্জ) মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপির স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা বিএনপির অন্যতম শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দীর্ঘ আলোচনার পর আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। এর আগে একই আসনে জোটের প্রার্থী হিসেবে জুনায়েদ আল হাবীবও তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা তার বাবা ভাষা সংগ্রামী অলি আহাদের স্মৃতিচারণ করে বলেন, আমার বাবা (অলি আহাদ) ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি বরাবরই ভিআইপি আসন হিসেবে পরিচিত। স্থানীয় রাজনীতিতে রুমিন ফারহানার এই স্বতন্ত্র প্রার্থিতা ভোটের লড়াইকে ত্রিমুখী প্রতিযোগিতার দিকে ঠেলে দেবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জনপ্রিয় সংবাদ

দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন জামায়াত আমির

ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে: রুমিন ফারহানা

আপডেট সময় ০৯:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল-আশুগঞ্জ) মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপির স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা বিএনপির অন্যতম শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দীর্ঘ আলোচনার পর আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। এর আগে একই আসনে জোটের প্রার্থী হিসেবে জুনায়েদ আল হাবীবও তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা তার বাবা ভাষা সংগ্রামী অলি আহাদের স্মৃতিচারণ করে বলেন, আমার বাবা (অলি আহাদ) ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি বরাবরই ভিআইপি আসন হিসেবে পরিচিত। স্থানীয় রাজনীতিতে রুমিন ফারহানার এই স্বতন্ত্র প্রার্থিতা ভোটের লড়াইকে ত্রিমুখী প্রতিযোগিতার দিকে ঠেলে দেবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।