ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে করা বিক্ষোভের পাশ থেকে খেলনা পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, আটক যুবকের নাম আরাফাত জামান। রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলায় তার বাসা।

শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান সোমবার রাতে গণমাধ্যমকে বলেন, আটক যুবকের কাছ থেকে একটি খেলনা পিস্তল পাওয়া গেছে। তবে খেলনা পিস্তল নিয়ে কেন তিনি এখানে এসেছেন সে বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক যুবক যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ালেস-এ পড়াশোনা করে।

শাহবাগ থানার এসআই মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, কিছু আন্দোলনকারী একজনকে থানায় এনেছে। ওনার কাছে অস্ত্র সদৃশ কিছু একটা রয়েছে। বর্তমানে তিনি ওসির রুমে আছেন।

তবে আটক ব্যক্তির সঙ্গে অবরোধ কর্মসূচির বিরুদ্ধে কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চ আনুষ্ঠানিকভাবে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার দুপুর ২টায় শাহবাগ মোড়ে জুলাই স্তম্ভের নিচে জড়ো হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় আসতে শুরু করেন। তারা মোড়ের পাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সোমবারও এই আন্দোলন অব্যহত রয়েছে।

এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’ এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা।

নিরাপত্তাজনিত কারণে শাহবাগ এলাকায় বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

জনপ্রিয় সংবাদ

বহিষ্কারের দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন হাসান মামুন, আজ বহিষ্কার করল বিএনপি

ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক

আপডেট সময় ১১:২৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে করা বিক্ষোভের পাশ থেকে খেলনা পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, আটক যুবকের নাম আরাফাত জামান। রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলায় তার বাসা।

শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান সোমবার রাতে গণমাধ্যমকে বলেন, আটক যুবকের কাছ থেকে একটি খেলনা পিস্তল পাওয়া গেছে। তবে খেলনা পিস্তল নিয়ে কেন তিনি এখানে এসেছেন সে বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক যুবক যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ালেস-এ পড়াশোনা করে।

শাহবাগ থানার এসআই মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, কিছু আন্দোলনকারী একজনকে থানায় এনেছে। ওনার কাছে অস্ত্র সদৃশ কিছু একটা রয়েছে। বর্তমানে তিনি ওসির রুমে আছেন।

তবে আটক ব্যক্তির সঙ্গে অবরোধ কর্মসূচির বিরুদ্ধে কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চ আনুষ্ঠানিকভাবে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার দুপুর ২টায় শাহবাগ মোড়ে জুলাই স্তম্ভের নিচে জড়ো হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় আসতে শুরু করেন। তারা মোড়ের পাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সোমবারও এই আন্দোলন অব্যহত রয়েছে।

এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’ এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা।

নিরাপত্তাজনিত কারণে শাহবাগ এলাকায় বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।