ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্যালুউটিং আওয়ার কালচারাল হিরো’ প্রচার কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড় ছেড়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টা নাগাদ শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এরপর আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে দেন তারা।
শরিফ ওসমান হাদির হত্যার বিচার আগামী ২৪ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করাসহ ৪ দফা দাবিতে তারা সোমবার দুপুর ২টা থেকে শাহবাগ অবরোধ করে অবস্থান করেন।
জাবের বলেন, আগামীকাল আমাদের অনলাইন কর্মসূচি। আগামীকাল ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে সামাজিক মাধ্যমসহ যত মাধ্যম রয়েছে, সবগুলোতে আপনারা প্রচার করবেন। ধরুন, যারা একটা নজরুল সঙ্গীত গাবেন, ওখানে ওসমান হাদীকে উৎসর্গ করে নজরুল সঙ্গীত পোস্ট করবেন।
তিনি বলেন, আবহাওয়ার খোঁজ নিয়ে দেখেছি, আগামীকাল খারাপ থাকবে। এজন্য আমাদের প্রোগ্রাম অনলাইনে হবে। ‘স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে ডকুমেন্টারি, বক্তব্য, গানসহ যা কিছু রয়েছে, শহীদ ওসমান হাদীর জন্য সেগুলা আপনারা জনতার কাছে দেশে-বিদেশে পৌঁছে দিবেন।
জাবের আরও বলেন, আগামী দুই দিন আমরা বাংলাদেশের প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে যাব। তাদেরকে আমাদের এই আন্দোলনে তাদেরকে শামিল হওয়ার আহ্বান জানাব। যদি তারা আমাদেরকে অসহযোগিতা করে, এখানে (শাহবাগে) নাম ধরে ধরে বলে দেব, কারা দিল্লির দাসত্ব স্বীকার করে ক্ষমতায় যেতে চায়।



















