তীব্র শীত উপেক্ষা করে শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বরিশালের ছাত্রজনতা।
বুধবার নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। টানা চতুর্থ দিনের এই কর্মসূচিতে শহীদ হাদি হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত শাস্তির দাবি জানান প্রতিবাদকারীরা।
প্রতিবাদকারীরা জানান, তীব্র শীত উপেক্ষা করে আমরা রাজপথে নেমেছি। আমাদের ভাইয়ের হত্যার বিচার হবে, এটা নিয়ে আমরা ঘরে ফিরব। কোনোভাবেই আমরা দমবো না।
দ্রুততম সময়ে হাদি হত্যাকারীদের বিচারের আওতায় না আনা হলে আগামীতে কঠোরতম কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।









