মাত্র ৮ মাস ৫ দিনের ব্যবধানে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ১০ বছর বয়সী শিশু মো. আল আজিম হোসেন। তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলা সদরে অবস্থিত দারুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী। আজিম শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের মনির হোসেনের ছেলে।
শনিবার (৩ জানুয়ারি) দারুল কোরআন মাদ্রাসার আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে হাফেজ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার প্রধান মাওলানা মাহফুজুল রহমান বুলবুলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল ও মাওলানা হোসাইন আহমেদ চাঁদপুরী।
অনুষ্ঠানে বক্তারা আজিমের এই অসাধারণ সাফল্যে তাকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




















