দেশজুড়ে চলমান বিক্ষোভের প্রতি প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ব্যবসায়ীদের উদ্বেগ বৈধ, তবে সাম্প্রতিক মুদ্রার ওঠানামার পেছনে শত্রুদের হাত রয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) তেহরানে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে খামেনি বলেন, ব্যবসায়ী শ্রেণী এবং দোকানদাররা ইসলামী ব্যবস্থার প্রতি দেশের সবচেয়ে অনুগত অংশ।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বিক্ষোভগুলো মূলত দোকানদারদের নেতৃত্বে হয়েছে। জাতীয় মুদ্রা রিয়ালের ক্রমাগত ওঠানামা নিয়ে তাদের উদ্বেগ বৈধ।
খামেনি ব্যবসায়ীদের প্রতি সমর্থন প্রকাশ করে বলেন, যখন একজন বাজার ব্যবসায়ী দেশের আর্থিক পরিস্থিতি, জাতীয় মুদ্রার মূল্যের পতন এবং দেশীয় ও বিদেশি মুদ্রার মূল্যের অস্থিরতা দেখেন- যার ফলে ব্যবসায়িক পরিবেশ স্থিতিশীল থাকে না। তখন তিনি বলেন, আমি ব্যবসা করতে পারছি না। তিনি সত্য বলছেন। সরকারি কর্মকর্তারা সমস্যাটির সমাধান খুঁজছেন।
খামেনি বলেন, বৈদেশিক মুদ্রার দামের ঊর্ধ্বগতি এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি এবং এর অস্থিরতা দোকানদারদের তাদের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত করে তুলেছে- এটি স্বাভাবিক নয়। এটা শত্রুর কাজ। অবশ্যই এটা বন্ধ করতে হবে।
তিনি উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো শত্রুর উস্কানিমূলক, ভাড়াটে এজেন্টদের একটি দল বাজারিদের পেছনে দাঁড়িয়ে ইসলাম, ইরান এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।
তিনি আরও বলেন, কিছু ব্যক্তি ‘ব্যবসায়ীদের বিক্ষোভকে কাজে লাগাচ্ছে এবং অস্থিরতা তৈরি করছে। এই ধরনের কর্মকাণ্ড ‘অগ্রহণযোগ্য’। ‘শত্রুদের কর্মকাণ্ড চিনতে হবে, শত্রু অলস বসে থাকে না এবং প্রতিটি সুযোগ কাজে লাগায় না। এখানে তারা একটি সুযোগ দেখেছিল এবং এর সদ্ব্যবহার করতে চেয়েছিল।’




















