ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই দাবি জানান সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ছাত্রদল সভাপতি বলেন, আমরা ওসমান হাদি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তবে এই দাবিকে সামনে রেখে ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে ছাত্রদল সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও জানান রাকিবুল ইসলাম রাকিব।
বিএনপি চেয়ারপারসনের কবরে শ্রদ্ধা জানানো প্রসঙ্গে তিনি বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, এই বাস্তবতা মেনে নেয়া অত্যন্ত কষ্টকর। তবে তার আপসহীন রাজনীতির অংশীদার হতে পেরে তরুণ প্রজন্ম গর্বিত। একদিকে আপসহীনতা, অন্যদিকে মানবিকতা, সবচেয়ে বড় কথা বাংলাদেশপন্থি রাজনীতির ধারক ও বাহক ছিলেন তিনি। সেই রাজনৈতিক আদর্শ ও ধারাবাহিকতা বজায় রাখার শপথ আমরা গ্রহণ করছি।
এ সময় চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, বর্তমান সময়েও যেসব ষড়যন্ত্র চলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেগুলো শক্ত হাতে মোকাবিলা করা হবে।
বিএনপি চেয়ারপারসনের কবরে শ্রদ্ধা নিবেদনকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















