ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়নপত্র যাচাইয়ে জামায়াতের সাথে বৈষম্য করা হয়েছে: জামায়াত নায়েবে আমির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে জামায়াতের সাথে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

 

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় অনেকগুলো অভিযোগ তুলে ধরেন তিনি।

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি জানিয়ে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দলীয় ডিসি-এসপিদের বদলির দাবি করেছি। কিছু ব্যক্তিকে অনেক প্রটেকশন দেয়া হচ্ছে, অনেককে সে রকম দেয়া হচ্ছে না। এটা চরম বৈষম্য তৈরি করছে।

 

বৈঠকে ইসি বলেছে, তারা এটি দেখবে। আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে, এটা বিধি লঙ্ঘন। কমিশন ব্যবস্থা নিতে চেয়েছে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তাহের বলেন, আগামী নির্বাচন যদি পাতানো হলে, দেশ ধ্বংস হয়ে যাবে। একটি দল এ ধরনের নির্বাচন করে নির্বাসনে গেছে। আবার এমন ধরনের নির্বাচন হলে আরও দল নির্বাসনে যাবে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে নির্বাচন পরবর্তী দেশ পরিচালনা নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

চরমোনাই পীরের দরবারে নুরুল হক নুর

মনোনয়নপত্র যাচাইয়ে জামায়াতের সাথে বৈষম্য করা হয়েছে: জামায়াত নায়েবে আমির

আপডেট সময় ০৯:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে জামায়াতের সাথে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

 

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় অনেকগুলো অভিযোগ তুলে ধরেন তিনি।

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি জানিয়ে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দলীয় ডিসি-এসপিদের বদলির দাবি করেছি। কিছু ব্যক্তিকে অনেক প্রটেকশন দেয়া হচ্ছে, অনেককে সে রকম দেয়া হচ্ছে না। এটা চরম বৈষম্য তৈরি করছে।

 

বৈঠকে ইসি বলেছে, তারা এটি দেখবে। আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে, এটা বিধি লঙ্ঘন। কমিশন ব্যবস্থা নিতে চেয়েছে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তাহের বলেন, আগামী নির্বাচন যদি পাতানো হলে, দেশ ধ্বংস হয়ে যাবে। একটি দল এ ধরনের নির্বাচন করে নির্বাসনে গেছে। আবার এমন ধরনের নির্বাচন হলে আরও দল নির্বাসনে যাবে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে নির্বাচন পরবর্তী দেশ পরিচালনা নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।