ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত প্রার্থীদের জয়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৫৩৪ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা জয় অর্জন করেছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম। তিনি মোট ৫ হাজার ৫০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ২৮৭ ভোট। ফলে ১ হাজার ২১৭ ভোটের ব্যবধানে ভিপি পদে জয় লাভ করেন রিয়াজুল ইসলাম। উল্লেখযোগ্যভাবে, ভোট গণনার শুরুতে রাকিব এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ফলাফল শিবির সমর্থিত প্রার্থীর পক্ষেই যায়।

সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। একইভাবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাসুদ রানা। এই দুটি পদে শুরু থেকেই শিবির সমর্থিত প্রার্থীরা স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন বলে জানা গেছে।

 

 

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শুরু হয় এবং দীর্ঘ প্রায় ২৩ ঘণ্টা পর বুধবার রাত সাড়ে ১১টার দিকে গণনা শেষ হয়। প্রতিটি কেন্দ্রের ফলাফল আলাদাভাবে ঘোষণা করা হলেও নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে সমন্বিত চূড়ান্ত ফল প্রকাশ করেনি।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, খুব শিগগিরই জকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

জনপ্রিয় সংবাদ

ইরানে দ্বিতীয় বৃহত্তম শহরের পতন, এমন ভিডিও শেয়ার ট্রাম্পের

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত প্রার্থীদের জয়

আপডেট সময় ১২:১৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা জয় অর্জন করেছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম। তিনি মোট ৫ হাজার ৫০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ২৮৭ ভোট। ফলে ১ হাজার ২১৭ ভোটের ব্যবধানে ভিপি পদে জয় লাভ করেন রিয়াজুল ইসলাম। উল্লেখযোগ্যভাবে, ভোট গণনার শুরুতে রাকিব এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ফলাফল শিবির সমর্থিত প্রার্থীর পক্ষেই যায়।

সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। একইভাবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাসুদ রানা। এই দুটি পদে শুরু থেকেই শিবির সমর্থিত প্রার্থীরা স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন বলে জানা গেছে।

 

 

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শুরু হয় এবং দীর্ঘ প্রায় ২৩ ঘণ্টা পর বুধবার রাত সাড়ে ১১টার দিকে গণনা শেষ হয়। প্রতিটি কেন্দ্রের ফলাফল আলাদাভাবে ঘোষণা করা হলেও নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে সমন্বিত চূড়ান্ত ফল প্রকাশ করেনি।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, খুব শিগগিরই জকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।