ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইরান সরকারের জবাবদিহির আহ্বানে ট্রাম্পকে ধন্যবাদ রেজা পেহলভির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৫২৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের শেষ সম্রাটের ছেলে রেজা পেহলভি। ‘ইরানের সরকারকে জবাবদিহির মধ্যে রাখার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করার জন্য’ তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া স্ট্যাটাসে ট্রাম্পের প্রতি এ কৃতজ্ঞতা পোষণ করেন। খবর সিএনএন

পেহলভি পোস্টে লিখেছেন, ‘আমি স্বাধীন বিশ্বের নেতা প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই যে — তিনি রেজিমকে জবাবদিহিতে রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং ইউরোপীয় নেতাদেরও আহ্বান জানিয়েছেন, তার পথ অনুসরণ করুন, নীরবতা ভেঙে দিন এবং ইরানের জনগণের পক্ষে আরও দৃঢ়ভাবে পদক্ষেপ নিন।’

 

পেহলভি প্রতিবাদকারীদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে আসছেন এবং দাবি করেছেন যে, ‘লাখ লাখ ইরানি বৃহস্পতিবারের প্রতিবাদে তাদের স্বাধীনতার দাবি জানিয়েছে।’

 

তবে রাস্তায় কতজন প্রতিবাদকারী অংশ নিয়েছে তার কোনো বিশ্বাসযোগ্য এবং যাচাইযোগ্য তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

 

ট্রাম্প পেহলভিকে সমর্থন জানিয়েছেন, তবে আপাতত তার সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা নেই। বৃহস্পতিবার তিনি দ্য হিউ হিউইট শো পডকাস্টে বলেন, ‘পেহলভি ভদ্রলোক, হলেও আপাতত তার সঙ্গে দেখা করবেন না।’

 

ট্রাম্প বলেন, ‘আমি তাকে দেখেছি এবং তিনি মনে হয় ভদ্রলোক। কিন্তু আমি নিশ্চিত নই যে, এই মুহূর্তে প্রেসিডেন্ট হিসেবে এটি উপযুক্ত হবে। আমি মনে করি আমাদের সবাইকে সেখানে যেতে দেওয়া উচিত, এবং আমরা দেখব কে সামনে আসে। আমি নিশ্চিত নই যে, এটি আমার জন্য উপযুক্ত হবে।’

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-চীনের ওপর নজর রাখতে পশ্চিমবঙ্গে ভারতের নৌঘাঁটি

ইরান সরকারের জবাবদিহির আহ্বানে ট্রাম্পকে ধন্যবাদ রেজা পেহলভির

আপডেট সময় ০৮:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের শেষ সম্রাটের ছেলে রেজা পেহলভি। ‘ইরানের সরকারকে জবাবদিহির মধ্যে রাখার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করার জন্য’ তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া স্ট্যাটাসে ট্রাম্পের প্রতি এ কৃতজ্ঞতা পোষণ করেন। খবর সিএনএন

পেহলভি পোস্টে লিখেছেন, ‘আমি স্বাধীন বিশ্বের নেতা প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই যে — তিনি রেজিমকে জবাবদিহিতে রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং ইউরোপীয় নেতাদেরও আহ্বান জানিয়েছেন, তার পথ অনুসরণ করুন, নীরবতা ভেঙে দিন এবং ইরানের জনগণের পক্ষে আরও দৃঢ়ভাবে পদক্ষেপ নিন।’

 

পেহলভি প্রতিবাদকারীদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে আসছেন এবং দাবি করেছেন যে, ‘লাখ লাখ ইরানি বৃহস্পতিবারের প্রতিবাদে তাদের স্বাধীনতার দাবি জানিয়েছে।’

 

তবে রাস্তায় কতজন প্রতিবাদকারী অংশ নিয়েছে তার কোনো বিশ্বাসযোগ্য এবং যাচাইযোগ্য তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

 

ট্রাম্প পেহলভিকে সমর্থন জানিয়েছেন, তবে আপাতত তার সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা নেই। বৃহস্পতিবার তিনি দ্য হিউ হিউইট শো পডকাস্টে বলেন, ‘পেহলভি ভদ্রলোক, হলেও আপাতত তার সঙ্গে দেখা করবেন না।’

 

ট্রাম্প বলেন, ‘আমি তাকে দেখেছি এবং তিনি মনে হয় ভদ্রলোক। কিন্তু আমি নিশ্চিত নই যে, এই মুহূর্তে প্রেসিডেন্ট হিসেবে এটি উপযুক্ত হবে। আমি মনে করি আমাদের সবাইকে সেখানে যেতে দেওয়া উচিত, এবং আমরা দেখব কে সামনে আসে। আমি নিশ্চিত নই যে, এটি আমার জন্য উপযুক্ত হবে।’