এবার বিএনপি–জমিয়ত জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, মুজে মুসাফির না সমঝো। আমি রোহিঙ্গা নই। তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। তিনি বলেন, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আমাকে চেনেন না। সেই সুযোগে একটি মহল আমাকে রোহিঙ্গা বলে অপপ্রচার চালাচ্ছে। আমি মুনাফিক নই, আমি রোহিঙ্গাও নই।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার শহীদ মিনার প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি বলেন, আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে হলে এখন থেকেই কঠোর পরিশ্রমে মাঠে নামতে হবে। প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঐক্যের মাধ্যমেই মোকাবিলা করতে হবে। ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে সামনে আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। জোট-সমর্থিত প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘সরাইলে খেজুর গাছ মার্কাই ধানের শীষ।’
























