ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫২২ বার পড়া হয়েছে

কিছু রাজনৈতিক দলের কর্মীরা জনে জনে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ করছে—এমন অভিযোগ তুলে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দলের বৈঠকে দলটি এই দাবি জানায়। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় দুটি দলের প্রটোকলের সমতা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

সিইসির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান জামায়াত প্রতিনিধি দলের প্রধান ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। প্রতিনিধি দলে আরও ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

ব্রিফিংকালে ড. হামিদুর রহমান আযাদ বলেন, প্রশাসন নিরপেক্ষ না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি অভিযোগ করে বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে কিছু এলাকায় কয়েকটি দলের প্রার্থীরা প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। এতে স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে।

তিনি আরও বলেন, আচরণবিধি ভঙ্গের বিষয়টি দৃশ্যমান হলেও স্থানীয় প্রশাসন অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এ অবস্থায় নির্বাচন কমিশনকে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১২

ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান

আপডেট সময় ০৮:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

কিছু রাজনৈতিক দলের কর্মীরা জনে জনে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ করছে—এমন অভিযোগ তুলে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দলের বৈঠকে দলটি এই দাবি জানায়। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় দুটি দলের প্রটোকলের সমতা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

সিইসির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান জামায়াত প্রতিনিধি দলের প্রধান ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। প্রতিনিধি দলে আরও ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

ব্রিফিংকালে ড. হামিদুর রহমান আযাদ বলেন, প্রশাসন নিরপেক্ষ না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি অভিযোগ করে বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে কিছু এলাকায় কয়েকটি দলের প্রার্থীরা প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। এতে স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে।

তিনি আরও বলেন, আচরণবিধি ভঙ্গের বিষয়টি দৃশ্যমান হলেও স্থানীয় প্রশাসন অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এ অবস্থায় নির্বাচন কমিশনকে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।