ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। এ সমঝোতায় সর্বোচ্চ ১৯০টি আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সংবাদ সম্মেলন থেকে ৩০০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, জোটগতভাবে দেশের সব আসনেই প্রার্থী দেওয়া হচ্ছে।
ঘোষিত সমঝোতা অনুযায়ী আসন বণ্টন হলো—
বাংলাদেশ জামায়াতে ইসলামী: ১৭৯টি
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ৪৫টি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩০টি
বাংলাদেশ খেলাফত মজলিস: ২০টি
খেলাফত মজলিস: ১০টি
জোট নেতারা জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই আসন বণ্টন করা হয়েছে এবং লক্ষ্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।
বিস্তারিত আসছে…



















