ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান হাসনাত আবদুল্লাহর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে নিহত নারায়ণগঞ্জের শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার বিকেলে জেলার ফতুল্লা উপজেলার দেলপাড়া এলাকায় শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় নারায়ণগঞ্জ-৪ (সদর) আসনের তরুণ ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান তরুণ এই নেতা।

হাসনাত ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আপনারা কি বাংলাদেশের পরিবর্তন চান না? তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশই আমাদের লক্ষ্য। এমন রাষ্ট্র আমরা চাই না, যেখানে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যায়। নাগরিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তারা একসঙ্গে এলাকাজুড়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালান। কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরাও অংশ নেন।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, তারুণ্যের শক্তিকে সঙ্গে নিয়েই পরিবর্তনের রাজনীতি এগিয়ে নিতে চায় এনসিপি। এজন্য আগামী ভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন ধারার সূচনায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

নির্বাচন হবে, কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান হাসনাত আবদুল্লাহর

আপডেট সময় ০৮:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে নিহত নারায়ণগঞ্জের শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার বিকেলে জেলার ফতুল্লা উপজেলার দেলপাড়া এলাকায় শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় নারায়ণগঞ্জ-৪ (সদর) আসনের তরুণ ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান তরুণ এই নেতা।

হাসনাত ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আপনারা কি বাংলাদেশের পরিবর্তন চান না? তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশই আমাদের লক্ষ্য। এমন রাষ্ট্র আমরা চাই না, যেখানে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যায়। নাগরিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তারা একসঙ্গে এলাকাজুড়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালান। কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরাও অংশ নেন।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, তারুণ্যের শক্তিকে সঙ্গে নিয়েই পরিবর্তনের রাজনীতি এগিয়ে নিতে চায় এনসিপি। এজন্য আগামী ভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন ধারার সূচনায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।