ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নুরুল হক নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

এবার পটুয়াখালী-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিএনপির সাম্প্রতিক সাংগঠনিক সিদ্ধান্ত। দলীয় শৃঙ্খলা ও নির্বাচনি কৌশলের অংশ হিসেবে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এ বিষয়টি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনকে অবহিত করা হয়েছে।

বিলুপ্ত কমিটিগুলোর মধ্যে গলাচিপা উপজেলায় সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার। দশমিনায় সভাপতির দায়িত্বে ছিলেন আব্দুল আলিম তালুকদার এবং সাধারণ সম্পাদক ছিলেন শাহ আলম সানু।

এদিকে দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত এসেছে। এ আসনে বিএনপির জোট মনোনীত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে মাঠে কাজ করতে সংশ্লিষ্ট দুই উপজেলার নেতাকর্মীরা অনাগ্রহ দেখান।

বরং তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে অবস্থান নেন। এই ভিন্ন অবস্থানের পরই কেন্দ্রীয় পর্যায় থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে জামায়াত প্রার্থী আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা করল বিএনপি

নুরুল হক নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা

আপডেট সময় ০৪:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

এবার পটুয়াখালী-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিএনপির সাম্প্রতিক সাংগঠনিক সিদ্ধান্ত। দলীয় শৃঙ্খলা ও নির্বাচনি কৌশলের অংশ হিসেবে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এ বিষয়টি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনকে অবহিত করা হয়েছে।

বিলুপ্ত কমিটিগুলোর মধ্যে গলাচিপা উপজেলায় সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার। দশমিনায় সভাপতির দায়িত্বে ছিলেন আব্দুল আলিম তালুকদার এবং সাধারণ সম্পাদক ছিলেন শাহ আলম সানু।

এদিকে দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত এসেছে। এ আসনে বিএনপির জোট মনোনীত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে মাঠে কাজ করতে সংশ্লিষ্ট দুই উপজেলার নেতাকর্মীরা অনাগ্রহ দেখান।

বরং তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে অবস্থান নেন। এই ভিন্ন অবস্থানের পরই কেন্দ্রীয় পর্যায় থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।