ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের সমর্থনে ভারতের আয়োজিত টি-২০ বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্র সংবাদ মাধ্যম গালফ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন, পাকিস্তানের অবস্থান বিশ্বকাপ বয়কট করা নয়।

 

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি-২০ বিশ্বকাপ শুরু হবে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করবে। পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। বাংলাদেশের ম্যাচগুলো ভারতে রেখে সূচি নির্ধারণ করেছে আইসিসি। কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ।

 

বিসিবির অবস্থানের নীতিগত সমর্থন দিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দাবি করেছিল, আইসিসি যদি বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ খেলার সুযোগ করে না দেয়, সেক্ষেত্রে তারাও বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্ত নিতে পারে।

সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘পাকিস্তান অবজারভার’ এবং ‘জিও সুপার’ দাবি করেছিল, বাংলাদেশের সমর্থনে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত করেছে পিসিবি। বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির নির্দেশে অনুশীলন বন্ধ রাখা হয়েছে বলেও দাবি করা হয়। তবে গালফ নিউজকে পিসিবির কর্মকর্তা জানিয়েছেন, এমন দাবি ভিত্তিহীন।

 

তিনি বলেছেন, ‘এসব কথা-বার্তা চলমান ইস্যুকে আরও তাঁতিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে।’ পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করার মতো যৌক্তিক কোন ভিত্তি নেই বলেও জানিয়েছে ওই সূত্র। তার মতে, পাকিস্তান এরই মধ্যে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কায় সিরিজ খেলেছে। সেক্ষেত্রে বিশ্বকাপ বয়কট করার মতো কারণ আইসিসিকে দেখাতে পারবে না পিসিবি।

 

এর আগে আইপিএল নিলামে দল পাওয়ায় মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় বিসিসিআই। ওই ঘটনার পর বিসিবি থেকে ভারতে বিশ্বকাপ খেলার পরিবেশ নেই বলে উল্লেখ করা হয়। বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা আছে উল্লেখ করে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচসমূহ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি করা হয়। তবে আইসিসি ম্যাচ সরানোর পক্ষে নয়।

জনপ্রিয় সংবাদ

শোকজ করলে সবার আগে তারেক রহমানকে করা উচিত: এনসিপি

বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান

আপডেট সময় ০৯:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের সমর্থনে ভারতের আয়োজিত টি-২০ বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্র সংবাদ মাধ্যম গালফ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন, পাকিস্তানের অবস্থান বিশ্বকাপ বয়কট করা নয়।

 

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি-২০ বিশ্বকাপ শুরু হবে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করবে। পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। বাংলাদেশের ম্যাচগুলো ভারতে রেখে সূচি নির্ধারণ করেছে আইসিসি। কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ।

 

বিসিবির অবস্থানের নীতিগত সমর্থন দিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দাবি করেছিল, আইসিসি যদি বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ খেলার সুযোগ করে না দেয়, সেক্ষেত্রে তারাও বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্ত নিতে পারে।

সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘পাকিস্তান অবজারভার’ এবং ‘জিও সুপার’ দাবি করেছিল, বাংলাদেশের সমর্থনে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত করেছে পিসিবি। বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির নির্দেশে অনুশীলন বন্ধ রাখা হয়েছে বলেও দাবি করা হয়। তবে গালফ নিউজকে পিসিবির কর্মকর্তা জানিয়েছেন, এমন দাবি ভিত্তিহীন।

 

তিনি বলেছেন, ‘এসব কথা-বার্তা চলমান ইস্যুকে আরও তাঁতিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে।’ পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করার মতো যৌক্তিক কোন ভিত্তি নেই বলেও জানিয়েছে ওই সূত্র। তার মতে, পাকিস্তান এরই মধ্যে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কায় সিরিজ খেলেছে। সেক্ষেত্রে বিশ্বকাপ বয়কট করার মতো কারণ আইসিসিকে দেখাতে পারবে না পিসিবি।

 

এর আগে আইপিএল নিলামে দল পাওয়ায় মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় বিসিসিআই। ওই ঘটনার পর বিসিবি থেকে ভারতে বিশ্বকাপ খেলার পরিবেশ নেই বলে উল্লেখ করা হয়। বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা আছে উল্লেখ করে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচসমূহ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি করা হয়। তবে আইসিসি ম্যাচ সরানোর পক্ষে নয়।