ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল থেকে তারেক রহমানের প্রচারণা শুরু, মাজার জিয়ারত শেষে যাবেন শ্বশুরবাড়িও

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সফরে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরুর কথা রয়েছে তার। এছাড়াও, প্রচারণা শুরু আগে ২১ বছর পর শ্বশুর বাড়িও যাওয়ার কথা রয়েছে তার। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপি সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার (২১ জানুয়ারি) রাতে সিলে পৌছে মাজার জিয়ারতে শেষে শ্বশুর বাড়ি যাবে তারেক রহমান। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি অবস্থিত। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে জানান, ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুর বাড়ি প্রথমবারের মতো যান। ২১ বছর পর আগামীকাল (২১ জানুয়ারি, বুধবার) দ্বিতীয়বারের মতো তার সেখানে যাওয়ার কথা রয়েছে।

এদিকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার রাতেই আকাশপথে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। এরপর মাজার জিয়ার শেষে বিমানবন্দরের পাশে অবস্থিত পাঁচ তারকাবিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তার থাকার কথা রয়েছে। রাত ১০টার দিকে তিনি শ্বশুরবাড়ি যাবেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক কিছু তরুণের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা ১১টার দিকে তিনি নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় তিনি জেলাগুলোর বিএনপি-মনোনীত প্রার্থীদেরও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। উল্লেখ্য, ঐতিহ্যগতভাবেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনি প্রচারণা শুরু করে বিএনপি।

জনপ্রিয় সংবাদ

শিবির নেতার বক্তব্য ফ্যাসিস্ট হাসিনার আচরণকেও হার মানায়: জবি ছাত্রদল

আগামীকাল থেকে তারেক রহমানের প্রচারণা শুরু, মাজার জিয়ারত শেষে যাবেন শ্বশুরবাড়িও

আপডেট সময় ০৯:৩৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সফরে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরুর কথা রয়েছে তার। এছাড়াও, প্রচারণা শুরু আগে ২১ বছর পর শ্বশুর বাড়িও যাওয়ার কথা রয়েছে তার। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপি সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার (২১ জানুয়ারি) রাতে সিলে পৌছে মাজার জিয়ারতে শেষে শ্বশুর বাড়ি যাবে তারেক রহমান। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি অবস্থিত। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে জানান, ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুর বাড়ি প্রথমবারের মতো যান। ২১ বছর পর আগামীকাল (২১ জানুয়ারি, বুধবার) দ্বিতীয়বারের মতো তার সেখানে যাওয়ার কথা রয়েছে।

এদিকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার রাতেই আকাশপথে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। এরপর মাজার জিয়ার শেষে বিমানবন্দরের পাশে অবস্থিত পাঁচ তারকাবিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তার থাকার কথা রয়েছে। রাত ১০টার দিকে তিনি শ্বশুরবাড়ি যাবেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক কিছু তরুণের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা ১১টার দিকে তিনি নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় তিনি জেলাগুলোর বিএনপি-মনোনীত প্রার্থীদেরও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। উল্লেখ্য, ঐতিহ্যগতভাবেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনি প্রচারণা শুরু করে বিএনপি।