ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনে মাঠে নামছেন ভিপি নুর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

এবার চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনের মাঠে নামছেন বিএনপি জোটের পটুয়াখালী-৩ আসনের প্রার্থী নুরুল হক নুর। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বরিশালের চরমোনাই পীরের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন নুর নিজেই।

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পর্ক দীর্ঘদিনের। ছাত্র আন্দোলন কীভাবে গণঅভ্যুত্থানে রূপ দেয়া যায় তা নিয়ে তাদের সঙ্গেও আলোচনা হয়েছে। রাজনৈতিকভাবে দেশের মানুষের কল্যানের জন্য, ইসলামের জন্য একসঙ্গে কাজ করেছি। ভবিষ্যতে মৌলিক জায়গায়ও আমরা একসাথে কাজ করব।’

নিজ এলাকা নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, ‘পটুয়াখালী-৩ আসনটিতে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বিএনপির সিনিয়র নেতাদের আন্তরিকতা রয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থীকে বহিস্কার করেছে। এমনকি দুই উপজেলার কমিটিও বিলুপ্ত করেছে। শুরুর দিকে কম সংখ্যক নেতাকর্মী থাকলেও পর্যায়ক্রমে অধিকাংশ নেতাকর্মী পাশে থেকে মাঠে কাজ করছে। আমরা আশাবাদী জনগণের জনসমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করব।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভোটে ওই এলাকা থেকে কারো পক্ষে এমপি হওয়া সম্ভব নয়। বিএনপি গত পঞ্চাশ বছরেও ওই আসনে একটি বারের জন্য জয়লাভ করতে পারেনি।’ নুর বলেন, ‘তার জাতীয় পর্যায়ে যে পরিচিতি, সে অবস্থান থেকে যতটা উন্নয়ন করা সম্ভব তা ওই আসনের অন্য কোনো প্রার্থী পারবে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নুর বলেন, ‘প্রশাসন কাদের দখলে সেটা মাঠের চিত্র দেখলেই বোঝা যায়। তারপরও অন্তবর্তী সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। তারা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।’

জনপ্রিয় সংবাদ

জামায়াত নেতাকর্মীদের ওপর বেদনাদায়কভাবে হামলা চালিয়েছে বিএনপির লোকেরা: শফিকুর রহমান

চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনে মাঠে নামছেন ভিপি নুর

আপডেট সময় ০২:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

এবার চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনের মাঠে নামছেন বিএনপি জোটের পটুয়াখালী-৩ আসনের প্রার্থী নুরুল হক নুর। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বরিশালের চরমোনাই পীরের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন নুর নিজেই।

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পর্ক দীর্ঘদিনের। ছাত্র আন্দোলন কীভাবে গণঅভ্যুত্থানে রূপ দেয়া যায় তা নিয়ে তাদের সঙ্গেও আলোচনা হয়েছে। রাজনৈতিকভাবে দেশের মানুষের কল্যানের জন্য, ইসলামের জন্য একসঙ্গে কাজ করেছি। ভবিষ্যতে মৌলিক জায়গায়ও আমরা একসাথে কাজ করব।’

নিজ এলাকা নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, ‘পটুয়াখালী-৩ আসনটিতে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বিএনপির সিনিয়র নেতাদের আন্তরিকতা রয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থীকে বহিস্কার করেছে। এমনকি দুই উপজেলার কমিটিও বিলুপ্ত করেছে। শুরুর দিকে কম সংখ্যক নেতাকর্মী থাকলেও পর্যায়ক্রমে অধিকাংশ নেতাকর্মী পাশে থেকে মাঠে কাজ করছে। আমরা আশাবাদী জনগণের জনসমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করব।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভোটে ওই এলাকা থেকে কারো পক্ষে এমপি হওয়া সম্ভব নয়। বিএনপি গত পঞ্চাশ বছরেও ওই আসনে একটি বারের জন্য জয়লাভ করতে পারেনি।’ নুর বলেন, ‘তার জাতীয় পর্যায়ে যে পরিচিতি, সে অবস্থান থেকে যতটা উন্নয়ন করা সম্ভব তা ওই আসনের অন্য কোনো প্রার্থী পারবে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নুর বলেন, ‘প্রশাসন কাদের দখলে সেটা মাঠের চিত্র দেখলেই বোঝা যায়। তারপরও অন্তবর্তী সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। তারা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।’