পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৬ জুন) এক আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তায় মোদি এই অভিনন্দন জানান।
ভারতের প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ, করুণা ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। এই মূল্যবোধ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “ঈদুল আজহার মতো উৎসব আমাদের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, যা লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী অত্যন্ত আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে উদযাপন করে থাকেন।”
নরেন্দ্র মোদি শুভেচ্ছা বার্তায় অধ্যাপক ইউনূসের সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করেন, এবং জানান, প্রতিবেশী দেশের জনগণের পক্ষ থেকেও এই শুভেচ্ছা জানানো হচ্ছে।
 
																			 
										 ডেস্ক রিপোর্টঃ
																ডেস্ক রিপোর্টঃ								 















