বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন একটি ভিডিও বার্তায় সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
নয়ন বলেন, “আমি ৪ আগস্ট শাহবাগ মোড় দখলে নিয়েছিলাম। সেদিন আমাদের বিশাল মিছিল ছিল, অথচ নতুন কোনো রাজনৈতিক দল কর্মসূচি দেয়নি। আন্দোলনের মাঠে আমরাই ছিলাম।” তিনি দাবি করেন, ১, ২ ও ৩ আগস্ট সারা দেশে যুবদলের নেতাকর্মীরা আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন এবং কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে সংযুক্ত থেকে গণআন্দোলনের পথ খুলে দিয়েছিলেন।
তিনি নতুন রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন, “তারা তো বরাবরই বলে আসছে, সরকার পতনের আন্দোলনে যাবে না। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনো থেমে যাননি, আমাদেরও থামতে বলেননি।”
নয়ন আরও বলেন, “আমি একজন তরুণ। আমি ভোট দিতে চাই। ১৭ বছর ধরে দেশের মানুষ গুম-খুনের আতঙ্কে ভোটাধিকার হারিয়েছে। আমরা বঞ্চিত হয়েছি।” তিনি ৫ আগস্টের আন্দোলনের ফলাফলকে তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিনের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন, “তারা বলেছিল তিন-ছয় মাসের মধ্যে নির্বাচন দেবে, কিন্তু এখন ব্যস্ত হয়ে পড়েছে বদলি বাণিজ্য, ডিসি-ইঞ্জিনিয়ার বসানো এবং সিন্ডিকেট তৈরিতে।”
রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, বর্তমান সরকার ও তাদের ঘনিষ্ঠরা যে ‘সিন্ডিকেটবাদী আচরণ’ করছে, তা দেশের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারের জন্য হুমকিস্বরূপ। এমনকি নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিও রেয়াত দেখানো হয়নি বলেও মন্তব্য করেন তিনি।