ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়নগরে বিএনপি-যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, বসতঘর ভাঙচুর ও হারভেস্টারে আগুন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টা থেকে গভীর রাত ২টা পর্যন্ত টর্চলাইট জ্বালিয়ে উভয়পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রামটির বিএনপি নেতা চমক মিয়া এবং ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মধ্যে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এই বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে তাদের অনুসারীরা।

সংঘর্ষে বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর করা হয় এবং একটি ধান কাটার হারভেস্টার মেশিনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আহতরা বর্তমানে মাধবপুর ও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিজয়নগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জনপ্রিয় সংবাদ

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন স্বপন, উকিল খুঁজছেন

বিজয়নগরে বিএনপি-যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, বসতঘর ভাঙচুর ও হারভেস্টারে আগুন

আপডেট সময় ০৬:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টা থেকে গভীর রাত ২টা পর্যন্ত টর্চলাইট জ্বালিয়ে উভয়পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রামটির বিএনপি নেতা চমক মিয়া এবং ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মধ্যে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এই বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে তাদের অনুসারীরা।

সংঘর্ষে বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর করা হয় এবং একটি ধান কাটার হারভেস্টার মেশিনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আহতরা বর্তমানে মাধবপুর ও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিজয়নগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।