লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর ঘোষিত যৌথ বিবৃতির প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “সংসদ নয়, সংস্কার হবে আগে—এটাই জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক নিয়তি।”
শুক্রবার (১৩ জুন) বিকেলে আমার দেশ-কে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমরা শুরু থেকেই বলে এসেছি—বিচার ও সংস্কার নির্বাচনের আগে সম্পন্ন করতে হবে। পরবর্তী সংসদের হাতে সংস্কারের দায়িত্ব দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “নির্বাচিত সংসদ সংস্কার করবে না; বরং সংসদ গঠিত হবে সংস্কারের ভিত্তিতে।” তাই এই মুহূর্তে আলোচনার মূল বিষয় হওয়া উচিত সংস্কারের কাঠামো ও পদ্ধতি নির্ধারণ করা।
সারোয়ার তুষার জানান, “জুলাই ঘোষণা ও সনদকে কেন্দ্রীয় গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে এর বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি পুনর্গঠনসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাও জরুরি।”
উল্লেখ্য, লন্ডনের হোটেল ডরচেস্টারে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে আগামী বছরের রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা হয়। ড. ইউনূস বলেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন সম্ভব, তবে এর জন্য প্রয়োজন হবে সংস্কার ও বিচার ইস্যুতে যথেষ্ট অগ্রগতি।

























