ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের আরেক শহরে ইরানের ভয়াবহ হামলা, হতাহত শতাধিক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলের আরেক শহরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে বাত ইয়ামে একটি ভবনে ইরানের হামলায় চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়নেট জানাচ্ছে যে, হোম ফ্রন্ট কমান্ডের অনুমান তেল আবিবের দক্ষিণে অবস্থিত বাত ইয়ামে আঘাত হানার স্থান থেকে অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছেন। ইয়নেট জানিয়েছে, ওই হামলায় আহতের সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে চারজন গুরুতর আহত।

ইসরায়েলি জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ বছর বয়সী একটি ছেলে এবং ৬৯ এবং ৮০ বছর বয়সী দুই বৃদ্ধা নারী রয়েছেন।

ইয়নেট জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত আরেকটি শহর রেহোভটে পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন। এদিকে ইরান ও ইসরায়েলের হামলা, পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। শনিবার (১৪ জুন) এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, ওই অঞ্চলজুড়ে জরুরি সহায়তা দেয়ার জন্যই যুদ্ধবিমান পাঠানো হবে। কিয়ার স্টারমার কানাডায় ধনী দেশগুলোর জোট জি–৭–এর সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন। সূত্র : আল জাজিরা

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০

ইসরায়েলের আরেক শহরে ইরানের ভয়াবহ হামলা, হতাহত শতাধিক

আপডেট সময় ১১:১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

এবার ইসরায়েলের আরেক শহরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে বাত ইয়ামে একটি ভবনে ইরানের হামলায় চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়নেট জানাচ্ছে যে, হোম ফ্রন্ট কমান্ডের অনুমান তেল আবিবের দক্ষিণে অবস্থিত বাত ইয়ামে আঘাত হানার স্থান থেকে অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছেন। ইয়নেট জানিয়েছে, ওই হামলায় আহতের সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে চারজন গুরুতর আহত।

ইসরায়েলি জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ বছর বয়সী একটি ছেলে এবং ৬৯ এবং ৮০ বছর বয়সী দুই বৃদ্ধা নারী রয়েছেন।

ইয়নেট জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত আরেকটি শহর রেহোভটে পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন। এদিকে ইরান ও ইসরায়েলের হামলা, পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। শনিবার (১৪ জুন) এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, ওই অঞ্চলজুড়ে জরুরি সহায়তা দেয়ার জন্যই যুদ্ধবিমান পাঠানো হবে। কিয়ার স্টারমার কানাডায় ধনী দেশগুলোর জোট জি–৭–এর সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন। সূত্র : আল জাজিরা