জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, নির্বাচন কমিশনের সঙ্গে তাদের দলীয় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং প্রতীক হিসেবে তারা ‘শাপলা’ চাইছে। সোমবার (২৩ জুন) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগরে এক সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,
“শাপলা হচ্ছে গণমানুষের সঙ্গে সম্পৃক্ত একটি প্রতীক। তাই আমরা শাপলা প্রতীক হিসেবে চেয়েছি।”
দলটির মুখ্য সংগঠক জানান, দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরালোভাবে চালু হয়েছে।
“গতকাল আমাদের নিবন্ধন কাজ শেষ হয়েছে। এখন সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাবো,” বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, জনগণের মধ্যে তাদের প্রতি আশাবাদ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি বলেন,
“আমরা প্রান্তিক জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যকার ব্যবধান নিয়ে প্রশ্ন তুলছি এবং কাজ করছি।”
তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার জন্য ৩০ কর্মদিবস সময় দিয়েছে। সেই সময়ের মধ্যেই দলটি চূড়ান্ত স্বীকৃতি পাবে বলে আশা প্রকাশ করেন।

























