মোঃ মিনহাজ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁও সীমান্ত থেকে আজিজুর নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ’র বিরুদ্ধে।
বুধবার (১৪ মে) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুরে ধর্মগড় সীমান্তের ৩৭৩ নং পিলার সংলগ্ন এলাকায় নিজ জমির পাশে কাজ করছিলেন শাহানাবাদ গ্রামের মরতুজা ইসলামের ছেলে আজিজুরসহ কয়েকজন কৃষক।
এ সময় সীমান্তের বিপরীতে ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত জওয়ানরা কোনোকিছু বুঝে ওঠার আগেই তাকে ধরে নিয়ে যায়। এসময় পালিয়ে যার অন্য কৃষকরা। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ বিসয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাবো।
সেই সাথে বাংলাদেশিদের সীমান্তে সর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানান বিজিবির এই কর্মকর্তা।