ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৮০ ফিলিস্তিনি

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর বিমান হামলায় বুধবার (১৩ মে) ভোর থেকে এখন পর্যন্ত ৮০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৫৯ জনই গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা। ইসরায়েলের টানা দুই মাসের অবরোধে চরম মানবিক বিপর্যয়ের মুখে থাকা গাজাবাসী যখন অনাহারে ও ক্লান্তিতে দিন কাটাচ্ছেন, তখনো থামেনি ইসরায়েলি বাহিনীর নির্মম হামলা। ক্ষুধার্ত ও অসহায় মানুষের ওপর এভাবে আক্রমণ চালিয়ে প্রাণ কেড়ে নিচ্ছে দখলদার বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত শহীদের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে। এদের অধিকাংশই গাজার উত্তরাঞ্চলে বসবাস করতেন।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক জেমস বেইস দোহা থেকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা করছে। সাংবাদিক বেইস জানান, তিনি দোহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফকে প্রশ্ন করেন যুদ্ধবিরতি আলোচনা কতদূর এগিয়েছে। উত্তরে উইটকোফ বলেন, কিছু অগ্রগতি হয়েছে, তবে সেটি কতটা তা এখনই বলা যাচ্ছে না।

স্টিভ উইটকোফ বর্তমানে কাতারের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন। তার সঙ্গে ইসরায়েলি জিম্মিদের কয়েকজন আত্মীয়ও রয়েছেন, যারা এই আলোচনায় অংশ নিয়েছেন।

যদিও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি হামলা থামাবেন না। তার এই উসকানিমূলক অবস্থান যুদ্ধবিরতির পথকে আরও কঠিন করে তুলছে।

সূত্র: এএফপি

জনপ্রিয় সংবাদ

আ’লীগ দেশকে অস্থিতিশীল করতে দিল্লি থেকে ছক আঁকছে : নাহিদ

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৮০ ফিলিস্তিনি

আপডেট সময় ০৯:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর বিমান হামলায় বুধবার (১৩ মে) ভোর থেকে এখন পর্যন্ত ৮০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৫৯ জনই গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা। ইসরায়েলের টানা দুই মাসের অবরোধে চরম মানবিক বিপর্যয়ের মুখে থাকা গাজাবাসী যখন অনাহারে ও ক্লান্তিতে দিন কাটাচ্ছেন, তখনো থামেনি ইসরায়েলি বাহিনীর নির্মম হামলা। ক্ষুধার্ত ও অসহায় মানুষের ওপর এভাবে আক্রমণ চালিয়ে প্রাণ কেড়ে নিচ্ছে দখলদার বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত শহীদের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে। এদের অধিকাংশই গাজার উত্তরাঞ্চলে বসবাস করতেন।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক জেমস বেইস দোহা থেকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা করছে। সাংবাদিক বেইস জানান, তিনি দোহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফকে প্রশ্ন করেন যুদ্ধবিরতি আলোচনা কতদূর এগিয়েছে। উত্তরে উইটকোফ বলেন, কিছু অগ্রগতি হয়েছে, তবে সেটি কতটা তা এখনই বলা যাচ্ছে না।

স্টিভ উইটকোফ বর্তমানে কাতারের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন। তার সঙ্গে ইসরায়েলি জিম্মিদের কয়েকজন আত্মীয়ও রয়েছেন, যারা এই আলোচনায় অংশ নিয়েছেন।

যদিও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি হামলা থামাবেন না। তার এই উসকানিমূলক অবস্থান যুদ্ধবিরতির পথকে আরও কঠিন করে তুলছে।

সূত্র: এএফপি