ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগেই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি।” বুধবার বিকেলে রাজধানীর কাফরুলে এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।

কাফরুল থানা জামায়াত আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর জানান, আন্দোলনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ দিয়েছেন। হাজার হাজার আহত ও পঙ্গু হয়েছেন। অনেকে হাত, পা কিংবা চোখ হারিয়েছেন। তিনি বলেন, “আমরা শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি, অনেক এতিমের ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছি।”

তিনি বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি। এ বিপ্লব ছাত্র-জনতার ইস্পাতকঠিন ঐক্যের ফল। এই ঐতিহাসিক আন্দোলনের সুফল ঘরে তুলতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা এমন একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চাই, যা বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে পরিচালিত হবে। যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং রাষ্ট্র সব নাগরিকের সমস্যা সমাধান করবে। ইনসাফ ও সামাজিক ন্যায়বিচারই হবে রাষ্ট্রের ভিত্তি।”

তিনি দাবি করেন, “মানুষের তৈরি বিধানে প্রকৃত কল্যাণ সম্ভব নয়, বরং আল্লাহর বিধানই একমাত্র নির্ভুল ও চূড়ান্ত। দুনিয়ার শান্তি ও আখেরাতে মুক্তির জন্য কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র গঠন ছাড়া আর কোনো পথ খোলা নেই।”

আমীরে জামায়াত দ্বীন প্রতিষ্ঠাকে প্রতিটি মুমিনের ওপর ফরজ দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, “কুরআন হচ্ছে মোত্তাকীদের জন্য পথনির্দেশনা। কেবল তারাই এর থেকে উপকৃত হতে পারে, যারা সত্যিকারের মুত্তাকি। তাই আমাদের সবাইকে আল্লাহর বিধানের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন কায়েমে সচেষ্ট হতে হবে।”

ডা. শফিকুর রহমান দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল দল-মত-পথ নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড”—ঝিনাইদহে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা

জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: জামায়াত আমীর

আপডেট সময় ১১:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগেই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি।” বুধবার বিকেলে রাজধানীর কাফরুলে এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।

কাফরুল থানা জামায়াত আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর জানান, আন্দোলনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ দিয়েছেন। হাজার হাজার আহত ও পঙ্গু হয়েছেন। অনেকে হাত, পা কিংবা চোখ হারিয়েছেন। তিনি বলেন, “আমরা শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি, অনেক এতিমের ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছি।”

তিনি বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি। এ বিপ্লব ছাত্র-জনতার ইস্পাতকঠিন ঐক্যের ফল। এই ঐতিহাসিক আন্দোলনের সুফল ঘরে তুলতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা এমন একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চাই, যা বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে পরিচালিত হবে। যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং রাষ্ট্র সব নাগরিকের সমস্যা সমাধান করবে। ইনসাফ ও সামাজিক ন্যায়বিচারই হবে রাষ্ট্রের ভিত্তি।”

তিনি দাবি করেন, “মানুষের তৈরি বিধানে প্রকৃত কল্যাণ সম্ভব নয়, বরং আল্লাহর বিধানই একমাত্র নির্ভুল ও চূড়ান্ত। দুনিয়ার শান্তি ও আখেরাতে মুক্তির জন্য কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র গঠন ছাড়া আর কোনো পথ খোলা নেই।”

আমীরে জামায়াত দ্বীন প্রতিষ্ঠাকে প্রতিটি মুমিনের ওপর ফরজ দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, “কুরআন হচ্ছে মোত্তাকীদের জন্য পথনির্দেশনা। কেবল তারাই এর থেকে উপকৃত হতে পারে, যারা সত্যিকারের মুত্তাকি। তাই আমাদের সবাইকে আল্লাহর বিধানের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন কায়েমে সচেষ্ট হতে হবে।”

ডা. শফিকুর রহমান দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল দল-মত-পথ নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।