ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নাবলুসে নবী ইউসুফ (আ.)-এর কবর ঘিরে সংঘর্ষ, আহত ইসরায়েলিরা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের নাবলুস শহরে অবস্থিত নবী হজরত ইউসুফ (আ.)-এর কবর জিয়ারতের সময় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন বলে শুক্রবার (২৭ জুন) টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দেশটির সংবাদমাধ্যম ওয়াল্লাইসরায়েল হায়োম-এর বরাতে।

সংঘর্ষে জড়ানো ইসরায়েলিরা মূলত শুভু বনিম নামের একটি চরমপন্থী ধর্মীয় গোষ্ঠীর সদস্য, যাদের নেতৃত্বে আছেন যৌন অপরাধে দণ্ডিত বিতর্কিত রাবি এলিয়েজার বারল্যান্ড। সংঘর্ষের শুরুতে স্থানীয় ফিলিস্তিনিরা ওই ইসরায়েলিদের কবর এলাকায় প্রবেশে বাধা দেন। একপর্যায়ে উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। তারা আহত ইসরায়েলিদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তবে ইসরায়েল হায়োম-এর বরাতে বলা হয়েছে, প্রথমে ফিলিস্তিন কর্তৃপক্ষের পুলিশই ইসরায়েলিদের উদ্ধার করে, পরে তাদের আইডিএফের কাছে হস্তান্তর করা হয়।

ওয়াল্লার প্রতিবেদনে আরও জানানো হয়, সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পর আরও কয়েকটি ইসরায়েলি দল নাবলুসে ঢোকার চেষ্টা করেছিল। তবে শহরের প্রবেশপথেই তাদের আটকে দেয় আইডিএফ

হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলকে ঘিরে এর আগেও বহুবার উত্তেজনা দেখা দিয়েছে। মুসলিম ও ইহুদি উভয় সম্প্রদায়ের কাছেই ইউসুফ (আ.) সম্মানিত নবী হলেও অনেক মুসলমান দাবি করেন, নাবলুসের এই কবরস্থানে প্রকৃতপক্ষে সমাহিত আছেন ১৮ শতকের মুসলিম পণ্ডিত ইউসুফ দাওইকত, নবী ইউসুফ নন।

জনপ্রিয় সংবাদ

নাবলুসে নবী ইউসুফ (আ.)-এর কবর ঘিরে সংঘর্ষ, আহত ইসরায়েলিরা

আপডেট সময় ০৮:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

ফিলিস্তিনের নাবলুস শহরে অবস্থিত নবী হজরত ইউসুফ (আ.)-এর কবর জিয়ারতের সময় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন বলে শুক্রবার (২৭ জুন) টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দেশটির সংবাদমাধ্যম ওয়াল্লাইসরায়েল হায়োম-এর বরাতে।

সংঘর্ষে জড়ানো ইসরায়েলিরা মূলত শুভু বনিম নামের একটি চরমপন্থী ধর্মীয় গোষ্ঠীর সদস্য, যাদের নেতৃত্বে আছেন যৌন অপরাধে দণ্ডিত বিতর্কিত রাবি এলিয়েজার বারল্যান্ড। সংঘর্ষের শুরুতে স্থানীয় ফিলিস্তিনিরা ওই ইসরায়েলিদের কবর এলাকায় প্রবেশে বাধা দেন। একপর্যায়ে উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। তারা আহত ইসরায়েলিদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তবে ইসরায়েল হায়োম-এর বরাতে বলা হয়েছে, প্রথমে ফিলিস্তিন কর্তৃপক্ষের পুলিশই ইসরায়েলিদের উদ্ধার করে, পরে তাদের আইডিএফের কাছে হস্তান্তর করা হয়।

ওয়াল্লার প্রতিবেদনে আরও জানানো হয়, সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পর আরও কয়েকটি ইসরায়েলি দল নাবলুসে ঢোকার চেষ্টা করেছিল। তবে শহরের প্রবেশপথেই তাদের আটকে দেয় আইডিএফ

হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলকে ঘিরে এর আগেও বহুবার উত্তেজনা দেখা দিয়েছে। মুসলিম ও ইহুদি উভয় সম্প্রদায়ের কাছেই ইউসুফ (আ.) সম্মানিত নবী হলেও অনেক মুসলমান দাবি করেন, নাবলুসের এই কবরস্থানে প্রকৃতপক্ষে সমাহিত আছেন ১৮ শতকের মুসলিম পণ্ডিত ইউসুফ দাওইকত, নবী ইউসুফ নন।