সম্প্রতি বিভিন্ন হামলা ও দুর্ঘটনায় নিহত সেনা কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও পরমাণু সংশ্লিষ্ট বিজ্ঞানীদের স্মরণে ইরানে অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ের বৃহৎ জানাজা।
শনিবার (২৮ জুন) তেহরানে আয়োজিত এই জানাজায় অংশ নেন হাজারো মানুষ। নিহতদের মধ্যে ছিলেন কুদস ফোর্সের এক জ্যেষ্ঠ কমান্ডার, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একাধিক সদস্য, এবং পরমাণু গবেষণার সঙ্গে সম্পৃক্ত কয়েকজন বিজ্ঞানী।
রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়া এই জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক, বেসামরিক ও ধর্মীয় নেতারা। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পক্ষ থেকেও গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়।
ইরান বলছে, এই হত্যাকাণ্ড ও বিস্ফোরণের ঘটনাগুলোর পেছনে ‘বিদেশি হস্তক্ষেপ’ রয়েছে এবং এর প্রতিশোধ নেওয়া হবে ‘উপযুক্ত সময় ও স্থানে’। বিশ্লেষকরা মনে করছেন, এই জানাজা শুধু নিহতদের প্রতি শ্রদ্ধা নয়, একইসাথে একটি শক্ত বার্তা — ইরান তার জাতীয় নিরাপত্তা ও বৈজ্ঞানিক অগ্রগতির প্রশ্নে একচুলও পিছু হটবে না।