ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আবু সাঈদের আত্মাহুতি ঘরে ঘরে প্রতিরোধের আগুন জ্বালিয়েছে: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

‘আবু সাঈদের মৃত্যু শুধু একটি ঘটনা নয়, বরং ফ্যাসিবাদী সরকার পতনের অনুঘটক হয়ে উঠেছিল’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১ জুলাই) সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি বলেন, “তার মৃত্যুতে পুরো বাংলাদেশ শোকে ও দ্রোহে কেঁপে উঠেছিল। সেই ক্ষোভ থেকেই লক্ষ তরুণ রাজপথে নামে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমাদের সেই আন্দোলনের মূল তিনটি দাবি ছিল—বিচার, সংস্কার এবং নতুন সংবিধান। আজ আবু সাঈদের কবর থেকে এই তিনটি দাবি পুনরায় ঘোষণা করছি। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের এগোতে হবে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানের দিকেই।”

জুলাই সনদ নিয়ে সরকার পক্ষের ‘টালবাহানার’ বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি কারও মনে হয় আন্দোলন থেমে গেছে, তারা ভুল করছেন। আমরা বাংলার প্রতিটি প্রান্তে যাব, তরুণদের আবার রাজপথে ডাকব।”

নাহিদ ইসলাম বলেন, “বাংলার ছাত্র, শ্রমিক ও জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঢাকায় ঢুকব। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামটা আমি প্রস্তাব করেছিলাম: হান্নান মাসউদ

আবু সাঈদের আত্মাহুতি ঘরে ঘরে প্রতিরোধের আগুন জ্বালিয়েছে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৭:৫১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

‘আবু সাঈদের মৃত্যু শুধু একটি ঘটনা নয়, বরং ফ্যাসিবাদী সরকার পতনের অনুঘটক হয়ে উঠেছিল’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১ জুলাই) সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি বলেন, “তার মৃত্যুতে পুরো বাংলাদেশ শোকে ও দ্রোহে কেঁপে উঠেছিল। সেই ক্ষোভ থেকেই লক্ষ তরুণ রাজপথে নামে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমাদের সেই আন্দোলনের মূল তিনটি দাবি ছিল—বিচার, সংস্কার এবং নতুন সংবিধান। আজ আবু সাঈদের কবর থেকে এই তিনটি দাবি পুনরায় ঘোষণা করছি। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের এগোতে হবে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানের দিকেই।”

জুলাই সনদ নিয়ে সরকার পক্ষের ‘টালবাহানার’ বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি কারও মনে হয় আন্দোলন থেমে গেছে, তারা ভুল করছেন। আমরা বাংলার প্রতিটি প্রান্তে যাব, তরুণদের আবার রাজপথে ডাকব।”

নাহিদ ইসলাম বলেন, “বাংলার ছাত্র, শ্রমিক ও জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঢাকায় ঢুকব। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।