ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে গণঅধিকার পরিষদের মতবিনিময়, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে মতবিনিময় করেছেন গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াত নেতাদের সঙ্গে এ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংকট এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “সভায় আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, উভয় দল জাতীয় সংকট মোকাবেলায় ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে।”

তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশনের কিছু বিষয় আলোচনায় এসেছে। বিশেষ করে, জাতীয় সংসদ নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে, যাতে দেশের সব রাজনৈতিক দলের মতামতের প্রতিফলন ঘটে।”

এছাড়াও স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতার কারণে সাধারণ মানুষ যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, সে বিষয়েও আলোচনা হয়। বৈঠকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার দাবিও জানানো হয়। এসব দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়া হলে একমত পোষণকারী দলগুলোকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করার কথা জানান জামায়াত নেতা।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অন্যদিকে গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে ছিলেন মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউজ্জামান, আব্দুজ জাহের, হাবিবুর রহমান রিজু ও রবিউল হাসান।

 

জনপ্রিয় সংবাদ

বাবার মৃত্যুর খবরে ফোন বন্ধ করে দিলেন ছেলে, লাশ নেয়নি কেও!

জামায়াতের সঙ্গে গণঅধিকার পরিষদের মতবিনিময়, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

আপডেট সময় ১২:১৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে মতবিনিময় করেছেন গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াত নেতাদের সঙ্গে এ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংকট এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “সভায় আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, উভয় দল জাতীয় সংকট মোকাবেলায় ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে।”

তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশনের কিছু বিষয় আলোচনায় এসেছে। বিশেষ করে, জাতীয় সংসদ নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে, যাতে দেশের সব রাজনৈতিক দলের মতামতের প্রতিফলন ঘটে।”

এছাড়াও স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতার কারণে সাধারণ মানুষ যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, সে বিষয়েও আলোচনা হয়। বৈঠকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার দাবিও জানানো হয়। এসব দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়া হলে একমত পোষণকারী দলগুলোকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করার কথা জানান জামায়াত নেতা।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অন্যদিকে গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে ছিলেন মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউজ্জামান, আব্দুজ জাহের, হাবিবুর রহমান রিজু ও রবিউল হাসান।