বলিউডের দুই শীর্ষ অভিনেতা শাহরুখ খান ও আমির খানকে একসময় প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখতেন তাঁদের ভক্তরা। তবে সেই দ্বন্দ্বের ইতিহাসে রয়েছে রাগ, বিদ্রূপ, এমনকি অদ্ভুত নামকরণও। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান অকপটে জানিয়েছেন, এক সময় তিনি তাঁর পোষা কুকুরের নাম রেখেছিলেন ‘শাহরুখ’—এমনকি তারা একে অপরকে ‘ছ্যাঁচড়া’ বলেও সম্বোধন করতেন।
সাক্ষাৎকারে আমির খান বলেন, “আমি তখন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতাম না। শাহরুখ সেই সুযোগে এসব মঞ্চে আমাকে নিয়ে রসিকতা করত। আমি শুনতাম, ও আমাকে নিয়ে ঠাট্টা করে—তাই আমিও ওকে ছ্যাঁচড়া বলে ডাকতাম। তখন আমাদের মধ্যে বোঝাপড়া ছিল না। কেউ কাউকে নিয়ে খুশি ছিল না।”
এই প্রসঙ্গে আমির খান আরও বলেন, “আমরা তখন একে-অন্যের বিরুদ্ধে অনেক কথা বলতাম। প্রতিযোগিতার একটা চাপ ছিল। আমি আমার কোনো সাক্ষাৎকারে কখনোই কাউকে নিয়ে কথা বলতাম না। কিন্তু শাহরুখ আমাকে নিয়ে বারবার ঠাট্টা করত—সেই বিরক্তি থেকেই কুকুরটার নাম রেখেছিলাম ওর নামে।”
তবে বর্তমানে পরিস্থিতি ভিন্ন। সব মান-অভিমান ভুলে এখন শাহরুখ ও আমিরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে বলে জানান ‘মিস্টার পারফেকশনিস্ট’। তাঁর ভাষায়, “শাহরুখ এখন আমার খুব ভালো বন্ধু। গত কয়েক বছর ধরে আমাদের সম্পর্ক একদম স্বাভাবিক। অন্তত আমার দিক থেকে তো কোনো রাগ নেই।”
বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে দুজনেই একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হলেও, সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিযোগিতা এখন রূপ নিয়েছে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বে।