ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এটিএম শামসুল হুদা আর নেই

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামসুল হুদার শ্যালক আশফাক কাদেরী সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, মরহুমের মেয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর জানাজার সময় নির্ধারণ করা হবে। বর্তমানে মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাকে রেখে গেছেন।

এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বেই ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

চাকরি জীবনে শামসুল হুদা একজন দক্ষ ও সৎ প্রশাসক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে তিনি বাগেরহাটের মহকুমা প্রশাসক (এসডিও), পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

ভারতে অনুপ্রবেশ কালে ঠাকুরগাঁও সিমান্তে বিজিবি হাতে আটক ৪ বাংলাদেশি

এটিএম শামসুল হুদা আর নেই

আপডেট সময় ০১:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামসুল হুদার শ্যালক আশফাক কাদেরী সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, মরহুমের মেয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর জানাজার সময় নির্ধারণ করা হবে। বর্তমানে মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাকে রেখে গেছেন।

এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বেই ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

চাকরি জীবনে শামসুল হুদা একজন দক্ষ ও সৎ প্রশাসক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে তিনি বাগেরহাটের মহকুমা প্রশাসক (এসডিও), পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।