ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নাসিরনগরে আধিপত্যের রক্তাক্ত পরিণতি, যুবক নিহত—বাজারে ভাঙচুর ও লুটপাট

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘উল্টা গোষ্ঠী’ ও ‘মোল্লা গোষ্ঠী’—দুই পক্ষের সংঘর্ষে সোহরাব মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার (৫ জুলাই) দুপুরে ঘণ্টাব্যাপী লাঠি, টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের মুখোমুখি সংঘর্ষে বাজারের একাধিক দোকানে ভাঙচুর ও লুটপাট ঘটে। নিহত সোহরাব মিয়া স্থানীয় চাঁন মিয়ার ছেলে ও চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহসম্পাদক; তিনি মোল্লা গোষ্ঠীর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধ এদিন উন্মুক্ত সংঘর্ষে রূপ নেয়। আহতদের মধ্যে মোল্লা গোষ্ঠীর নেয়ামুল মিয়া, বাবুল মিয়া ও সুরাফ মিয়াকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই প্রায় পাঁচ শতাধিক দোকানপাট বন্ধ হয়ে যায়, এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্ক।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, দুই গোষ্ঠীর পুরোনো দ্বন্দ্ব থেকেই এই বিপর্যয়; মৃত্যু, ভাঙচুর ও লুটপাটে বাজার প্রায় অচল হয়ে পড়েছে। উল্টা গোষ্ঠীর সমর্থক মো. আলাউদ্দিনের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে তাদের মারধর করছিল এবং আজ তাদের ২০টি দোকান লুটে ‘কয়েক কোটি টাকার’ মালামাল নিয়ে গেছে। বিপরীতে, মোল্লা গোষ্ঠীর মোতাহার হোসেন দাবি করেন, আলাউদ্দিনের লোকজনই প্রথম হামলা চালায় এবং টেঁটা দিয়ে আঘাত করে সোহরাবকে হত্যা করে; আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, “দীর্ঘদিনের বিরোধেরই ভয়াবহ পরিণতি আজ দেখা গেল। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে; এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে দায়ীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

চীনা যুবকের প্রেমে খুলনার খ্রিষ্টানপল্লির পিংকি, ভালোবাসার জয়

নাসিরনগরে আধিপত্যের রক্তাক্ত পরিণতি, যুবক নিহত—বাজারে ভাঙচুর ও লুটপাট

আপডেট সময় ১২:৪২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘উল্টা গোষ্ঠী’ ও ‘মোল্লা গোষ্ঠী’—দুই পক্ষের সংঘর্ষে সোহরাব মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার (৫ জুলাই) দুপুরে ঘণ্টাব্যাপী লাঠি, টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের মুখোমুখি সংঘর্ষে বাজারের একাধিক দোকানে ভাঙচুর ও লুটপাট ঘটে। নিহত সোহরাব মিয়া স্থানীয় চাঁন মিয়ার ছেলে ও চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহসম্পাদক; তিনি মোল্লা গোষ্ঠীর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধ এদিন উন্মুক্ত সংঘর্ষে রূপ নেয়। আহতদের মধ্যে মোল্লা গোষ্ঠীর নেয়ামুল মিয়া, বাবুল মিয়া ও সুরাফ মিয়াকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই প্রায় পাঁচ শতাধিক দোকানপাট বন্ধ হয়ে যায়, এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্ক।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, দুই গোষ্ঠীর পুরোনো দ্বন্দ্ব থেকেই এই বিপর্যয়; মৃত্যু, ভাঙচুর ও লুটপাটে বাজার প্রায় অচল হয়ে পড়েছে। উল্টা গোষ্ঠীর সমর্থক মো. আলাউদ্দিনের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে তাদের মারধর করছিল এবং আজ তাদের ২০টি দোকান লুটে ‘কয়েক কোটি টাকার’ মালামাল নিয়ে গেছে। বিপরীতে, মোল্লা গোষ্ঠীর মোতাহার হোসেন দাবি করেন, আলাউদ্দিনের লোকজনই প্রথম হামলা চালায় এবং টেঁটা দিয়ে আঘাত করে সোহরাবকে হত্যা করে; আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, “দীর্ঘদিনের বিরোধেরই ভয়াবহ পরিণতি আজ দেখা গেল। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে; এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে দায়ীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।