জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি-এর পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। পেটের ইনফেকশনের কারণে তিনি খুলনার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে একই সমস্যায় ভর্তি হয়েছেন ভাগ্নে সাকিবও।
রাকিবের ভাই ও সহকর্মী, অভিনেতা খায়রুল ইসলাম শুক্রবার (৪ জুলাই) নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে দুজনের হাসপাতালে শুয়ে থাকা ছবি প্রকাশ করেন তিনি।
খায়রুল লেখেন, “কয়েক দিন ধরে রাকিব ভাই ও সাকিব দুজনেই পেটে ব্যথায় ভুগছিলেন। প্রথমে গ্যাসের সমস্যা ভেবে এড়িয়ে যাই। কিন্তু হঠাৎ ভয়াবহ ব্যথা শুরু হলে রাত ১টার দিকে আমরা হাসপাতালে দৌড় দিই।”
তিনি আরও জানান, দুজনেরই পেটে ইনফেকশন ধরা পড়েছে এবং চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। বর্তমানে কিছুটা উন্নতি হলেও তারা এখনও হাসপাতালের স্যালাইন সাপোর্টে আছেন।
সবার কাছে দোয়া চেয়ে খায়রুল লেখেন, “আল্লাহ যেন তাদের দ্রুত শিফা দান করেন।”
রাকিব হাসান ২০১৮ সালে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ইউটিউব চ্যানেল চালু করে হাস্যরসভিত্তিক গল্প দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেন। কনটেন্ট নির্মাণের পাশাপাশি তিনি একজন লেখক হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার অসুস্থতায় অনলাইনে ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সুস্থতা কামনায় সামাজিক মাধ্যমে উঠেছে স্লোগান: “ভাইভাই ফিরে আসুক পর্দায়!”