ভাষা, সংস্কৃতি, ধর্ম ও হাজার মাইল দূরত্ব—সব বাধা পেরিয়ে প্রেমের টানে চীন থেকে ছুটে এসেছেন এক যুবক। খুলনার প্রত্যন্ত দাকোপ উপজেলার খ্রিষ্টানপল্লির তরুণী পিংকি সরদারের জন্য এই সাহসী পদক্ষেপ নিয়েছেন থাম্বু জাও নামের ওই চীনা তরুণ।
দুই মাস আগে ফেসবুকে পরিচয়, সেখান থেকেই আলাপ, বন্ধুত্ব ও প্রেম। একপর্যায়ে সম্পর্ককে পরিণতিতে পৌঁছাতে বাংলাদেশে পা রাখেন থাম্বু। এরপর আইনগতভাবে রেজিস্ট্রি করে বিয়ে করেন পিংকিকে। বর্তমানে খুলনার দাকোপে পিংকির বাবার বাড়িতে নতুন দম্পতি বসবাস করছেন।
পিংকি জানালেন, “আমরা একে অন্যকে খুব ভালো বুঝি। থাম্বু খুব সৎ, দায়িত্বশীল এবং যত্নশীল। আমাদের সংসার আনন্দেই কাটছে।”
ভাষাগত সীমাবদ্ধতা থাকলেও থাম্বু তা মোবাইল অ্যাপের মাধ্যমে কাটিয়ে উঠছেন। পরিবার ও প্রতিবেশীরাও তাকে সাদরে গ্রহণ করেছে। পাড়াপড়শিরা প্রতিদিন ভিড় করছেন তাঁদের ভালোবাসার গল্পের সাক্ষী হতে।
থাম্বু বলেন, “ফেসবুকে পিংকির সঙ্গে পরিচয়ের পর বুঝেছিলাম ও একজন দারুণ মানুষ। পরে প্রেম করি ও বিয়ে করি। এখন ওর পরিবারে থেকে ভালোই আছি।”
খাবার ও পরিবেশের ভিন্নতা এখন আর তেমন সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি। ভবিষ্যতে পিংকিকে নিয়ে চীন ভ্রমণের পাশাপাশি বাংলাদেশেই থেকে ছোটখাটো ব্যবসা শুরু করার পরিকল্পনাও করেছেন।
প্রতিবেশীরা বলছেন, “এই যুগে এমন সাহসী প্রেম বিরল। ছেলেটা ভদ্র, শান্ত—আমরা চাই ওরা সুখে থাকুক।”