মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে ইহুদিবাদী ইসরায়েল ও ইয়েমেনের মধ্যে সামরিক সংঘাতে। সোমবার (৭ জুলাই) ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের তিনটি গুরুত্বপূর্ণ বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে। হামলার লক্ষ্য ছিল হোদেইদাহ, রাস ইসা ও সাইফ বন্দর, পাশাপাশি একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
এই হামলার জবাবে ইয়েমেন ইসরায়েলের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে টেলিগ্রামে জানানো হয়, বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছিল এবং ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা করা হয়েছে।
গত এক মাসে এটিই ইয়েমেনে ইসরায়েলের প্রথম হামলা হলেও এর মাত্রা এবং লক্ষ্যবস্তু বিশ্লেষণে বিশ্লেষকরা এটিকে ‘উদ্দীপক পদক্ষেপ’ হিসেবে দেখছেন। ইয়েমেনের হুথি সমর্থিত প্রতিরোধ আন্দোলন এর আগেও গাজা যুদ্ধের প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।