গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে একটি গোপন পরিকল্পনার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, “ইতোপূর্বে সাবের-মান্নানদের কাঁধে সওয়ার হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হয়েছিল। সেই প্রকল্প ব্যর্থ হওয়ায় এবার ভারতের নতুন পরিকল্পনায় জাতীয় পার্টিকে ব্যবহার করে আপাকে ফেরানোর পথ তৈরি হচ্ছে।” তিনি দাবি করেন, “জাতীয় পার্টিতে যে অন্তঃকোন্দল দেখা যাচ্ছে, তা কেবলমাত্র লোক দেখানো—এটা একটা মেকি বিভাজন।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের একটি অংশ আপা ও জাপা ঘনিষ্ঠ। তাই সরকার সরাসরি প্রতিবন্ধকতা সৃষ্টি না করে জাপাকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে।”
রাশেদ খান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর জেলে থাকার কথা উল্লেখ করে বলেন, “যে পাটোয়ারীর জেলে থাকা উচিত, তিনিই এখন আপা রক্ষার মূল খেলোয়াড় হয়ে উঠেছেন। এটা অত্যন্ত উদ্বেগজনক।”
প্রসঙ্গত, সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দেওয়া হয়েছে। পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন। এই পরিবর্তনকে ঘিরেই রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।