ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে, তাহলে দেশটির ওপর আরও হামলার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের চলমান কূটনৈতিক আলোচনা থেকে উঠে এসেছে এমন আশঙ্কাজনক বার্তা। মঙ্গলবার (৮ জুলাই) টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক নৈশভোজে মিলিত হন। সেখানে তারা উভয়ে গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রশংসা করেন এবং অভিযানের সফলতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
দুই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরান যদি শান্তির পথে না আসে, তাহলে শত্রুতা আবারও শুরু হতে পারে।”
অ্যাক্সিওস জানায়, গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়া ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী বৈঠক শেষে নিজ দেশের কর্মকর্তাদের বলেন— নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে হোয়াইট হাউস ইসরায়েলের নতুন হামলার পক্ষে অবস্থান নিতে পারে। এসব পরিস্থিতির মধ্যে অন্যতম হলো:
-
ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করে
-
ভূগর্ভস্থ ঘাঁটিতে মজুত ইউরেনিয়াম পুনরুদ্ধারের চেষ্টা চালায়
এমন পরিস্থিতিতে ইসরায়েল আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে, এবং যুক্তরাষ্ট্রও এতে পরোক্ষভাবে সমর্থন জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ইরানের নাতানজ, ইসফাহান ও ফোরদো— এই তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বাঙ্কার-ব্রেকার বোমা ব্যবহার করে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই অভিযানের পরই মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল-ইরানের মধ্যে ১২ দিনের সংঘাতের অবসান ঘটে।


























